লাহোরের আকাশে দেখা মিলল রহস্যময় ব্ল্যাক রিং-এর

লাহোরের আকাশে হঠাৎই উদ্ভব ঘটেছে কালো একটি রহস্যময় রিং-এর| আকাশের কোনে এই কালো বস্তুটির দেখা মেলার সাথে সাথেই একে নিয়ে শুরু হয়ে যায় সাধারণ মানুষের নানা গবেষণা| কেউ বলে ভিনগ্রহ থেকে আগমন ঘটেছে এলিয়েনদের| কেউবা আবার বলছে, লাহোরের আকাশে ঘনিয়ে এসেছে অশুভ মেঘ! লাহোরের আকাশে হঠাৎ দেখা মেলা এই কালো রিং নিয়েই এখন মাতোয়ারা সোশ্যাল মিডিয়া|

কালো রিং-এর ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়| নেটিজেনদের বক্তব্য, এই কালো রিং লাহোরের আকাশে যে প্রথমবার দেখা গেল তা নয়| এর আগেও এই রিং দেখা গেছে| জানা গেছে, গত বছর কাজাখস্তানের একটি গ্রামের স্কুলছাত্রী প্রথম এই কালো রিং দেখতে পায়| তখন এই ঘটনা নিয়ে এত শোরগোল না হলেও এইবারে সবকিছুকে ছাপিয়ে গেছে মানুষের গবেষণা| এই ঘটনা জানার পর গবেষকরা জানান, দুরে গোলাকার পথে কোনো আতসবাজি জ্বালালে সেই আতসবাজির ধোঁয়া থেকে এই ধরনের গোলাকার কালো ধোঁয়ার কুন্ডলী তৈরী হতে পারে|

এই ক্ষেত্রে পড়ে জানা যায়, কাছেই একটি আতসবাজি কারখানায় তৈরী আতশবাজি পরীক্ষা করছিলেন এই বাজি কোম্পানি| বাজি পরীক্ষার ফলেই আকাশে তৈরী হয় এই কালো ধোঁয়ার রিং| যতই বাজি কারখানা থেকে তৈরী হোক এই ধোঁয়ার রিং-এর, এই রিং নিয়ে নেটদুনিয়া কিভাবে মেতেছিল সেদিন দেখে নিন তার কিছু ঝলক.......

এটা শেয়ার করতে পারো

...

Loading...