লাহোরের আকাশে হঠাৎই উদ্ভব ঘটেছে কালো একটি রহস্যময় রিং-এর| আকাশের কোনে এই কালো বস্তুটির দেখা মেলার সাথে সাথেই একে নিয়ে শুরু হয়ে যায় সাধারণ মানুষের নানা গবেষণা| কেউ বলে ভিনগ্রহ থেকে আগমন ঘটেছে এলিয়েনদের| কেউবা আবার বলছে, লাহোরের আকাশে ঘনিয়ে এসেছে অশুভ মেঘ! লাহোরের আকাশে হঠাৎ দেখা মেলা এই কালো রিং নিয়েই এখন মাতোয়ারা সোশ্যাল মিডিয়া|
কালো রিং-এর ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়| নেটিজেনদের বক্তব্য, এই কালো রিং লাহোরের আকাশে যে প্রথমবার দেখা গেল তা নয়| এর আগেও এই রিং দেখা গেছে| জানা গেছে, গত বছর কাজাখস্তানের একটি গ্রামের স্কুলছাত্রী প্রথম এই কালো রিং দেখতে পায়| তখন এই ঘটনা নিয়ে এত শোরগোল না হলেও এইবারে সবকিছুকে ছাপিয়ে গেছে মানুষের গবেষণা| এই ঘটনা জানার পর গবেষকরা জানান, দুরে গোলাকার পথে কোনো আতসবাজি জ্বালালে সেই আতসবাজির ধোঁয়া থেকে এই ধরনের গোলাকার কালো ধোঁয়ার কুন্ডলী তৈরী হতে পারে|
এই ক্ষেত্রে পড়ে জানা যায়, কাছেই একটি আতসবাজি কারখানায় তৈরী আতশবাজি পরীক্ষা করছিলেন এই বাজি কোম্পানি| বাজি পরীক্ষার ফলেই আকাশে তৈরী হয় এই কালো ধোঁয়ার রিং| যতই বাজি কারখানা থেকে তৈরী হোক এই ধোঁয়ার রিং-এর, এই রিং নিয়ে নেটদুনিয়া কিভাবে মেতেছিল সেদিন দেখে নিন তার কিছু ঝলক.......
👽 Aliens .. we might get another week off #holidays https://t.co/dgffosrUSO pic.twitter.com/GrvUQgAoAe
— Xinia (@RockXinia) January 21, 2020
There’s so much smog in Lahore, the entire city is blowing smoke rings. https://t.co/uP48O45wgS
— Ræhan (@RehanTCh) January 21, 2020
We get it Lahore. You vape. 🙄 https://t.co/668ZECPuFy
— Ms.Munster (@Munster_Ms) January 21, 2020
bunch of aliens here to watch mere pass tum ho https://t.co/U4Sapca07l
— Iqra (@kayiqra98) January 21, 2020