Myanmar Earthquake 2025: ভূমিকম্পে তছনছ মায়ানমার, প্রয়োজন ৬৮ কোটি ৪৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য

ভূমিকম্পের জেরে মায়ানমারে মৃতের সংখ্যা ১৭০০ পেরিয়ে গেছে। এমত অবস্থায় সেখানে ‘উচ্চ মাত্রার জরুরি পরিস্থিতি’ তৈরি হয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মানুষের প্রাণ বাঁচাতে ও পরিস্থিতি মোকাবিলা করতে আগামী ৩০ দিনের মধ্যে ভারতীয় মুদ্রায় অন্তত ৬৮ কোটি ৪৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে হু। সূত্রের খবর, বিভিন্ন দেশ থেকে সাহায্য এসে পৌঁছালেও এখনও বিশ্বের ধনী দেশ আমেরিকা থেকে কোনও সাহায্য পায়নি মায়ানমার।

 

হাইলাইটসঃ
১। মায়ানমারে মৃতের সংখ্যা ১৭০০ পেরিয়েছে
২। ৬৮ কোটি ৪৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রয়োজন
৩। প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ভারত

 

শুক্রবার প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। এরপর কয়েক মিনিটের ব্যবধানে ৬.৭ মাত্রার ‘আফটারশক’ হয়। ওই দিন ১০ ঘণ্টায় পর পর ১৪টি ‘আফটারশক’ হয়। সেখানে ভূমিকম্পে বহু বাড়িঘর, রাস্তা, সেতু ভেঙে পড়েছে। আকাশছোঁয়া ইমারতের স্তুপে এখনও হাজার হাজার মানুষ আটকে। এমত অবস্থায় সঠিক সময়ে সাহায্য এসে না পৌঁছালে রোগ সংক্রামক ও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

মায়ানমারে প্রথম ত্রাণ পাঠিয়েছে ভারত। শনিবার সকালে বায়ুসেনার বিমান পৌঁছে যায় ইয়াংগন। প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী ইতিমধ্যেই মায়ানমারে পৌঁছে দিয়েছে ভারত। পাশাপাশি চিন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইরান, মালয়শিয়া-সহ একাধিক দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। ইতিমধ্যেই চিন ৮২ জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সেখানে। মালয়েশিয়া ৪৯ জনের উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়াও ২০ লক্ষ ডলারের ত্রাণ পাঠানোর কথা জানিয়েছে। বেজিং মায়ানমারের জন্য ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। এ ছাড়া, রাশিয়া, তাইল্যান্ড, ভিয়েতনাম থেকেও সাহায্য গিয়েছে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ানমারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেও এখনও অবধি কোনও সাহায্যকারী দল এসে পৌঁছায়নি।

যাঁরা আটকে আছেন, তাঁদের বাঁচাতে বহু মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের অনুমান, মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...