নিজের সাফল্যের জন্য ব্যর্থতাকে ‘ক্রেডিট’ দিলেন হৃতিক

তাঁর প্রথম ব্লকব্লাস্টার মুভি রিলিজ হয়েছিল ১৯ বছর আগে। ১৯ বছর আগে রূপালি পর্দার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। ‘কাহোনা প্যার হ্যায়’-এর সেই নীল চোখের গ্রিক গড মন জয় করে নিয়েছিল ভারতীয় সিনেমা প্রেমিদের। তিনি হৃতিক রোশন। বলিউডে ডেবিউ করেই হার্টথ্রব। পরবর্তী সময়ে লাভ স্টোরি থেকে দেশপ্রেম, তাঁর অভিনীত সিনেমার তালিকায় সব ধরনের ছবি আছে। ফিজা, কভি খুশি কভি গম, কোই মিল গয়া, ধুম-টু, জিন্দেগি না মিলেগি দোবারা, অগ্নিপথ হিট ছবি অনেক। কিন্তু ফ্লপ ছবির লিস্টটাও কম বড় নয়। না তুম জানো না হাম, লক্ষ্য, কাইটস, মহেঞ্জদাড়ো। একটা সময় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল তাঁর কেরিয়ার। ফ্লপ হিরোর ট্যাগ বসে যায় নামে। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে হারিয়ে যাওয়ার আশংকা যে আসেনি এমন নয়।বাবার দৌলতে তাঁর কেরিয়ার চলছে সমালোচকদের এমন কথাও শোনা গিয়েছিল। শারীরিক অসুস্থতা, সম্পর্কের টানাপোড়েন, সহঅভিনেত্রীর আনা হেনস্থার অভিযোগ একের পর এক ঝড় এসেছে হৃতিকের জীবনে।

কিন্তু তিনি হারিয়ে যাননি। ফিরে এসেছেন সাফল্যে।

‘সুপার- থার্টি’ সাফল্য তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে শক্তিশালী অভিনেতা হিসেবে। ৪৫-এর গ্রিক গড যেখানে ডি-গ্ল্যাম অঙ্কের শিক্ষক।

নিজের সাফল্যের জন্য তিনি অনেকটাই ‘ক্রেডিট’ দিয়েছেন ব্যর্থতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিক বলেছেন , ব্যর্থতায় তিনি আটকে যাননি। অসাফল্য তাঁকে প্রতিবার  নতুন লড়াই-এর ময়দানে দাঁড় করিয়ে দিয়েছে। সেই সংগ্রাম তাঁকে অন্য লক্ষ্যে পৌঁছে দিয়েছে।

তাঁর নিজের কথায়, ‘যখন আমি পিছনে তাকাই মনে হয় অনেকটা রাস্তা আমি চলে এসেছি। সেখানে সাফল্য যেমন আছে, তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতা থেকে আমি শিখেছি। ভুল থেকে শিক্ষা নেওয়ার অভ্যাস আমাকে আজ এই জায়গাতে পৌঁছে দিয়েছে’।

আগামী ছবি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমি এন্টারটেনিং স্ক্রিপ্ট খুঁজছি। আমার বাবা বলেন, যদি সামাজিক বার্তা বা গুরুগম্ভীর কোনো কথা বলতে হয় তাহলে ডকুমেন্ট্রি বানাও। সিনেমা মানে এন্টারটেনমেন্ট’

‘সুপার-থার্টি’ তিনি বেছে নিয়েছিলেন, শুধুমাত্র বায়োপিক বলেই নয়, ছবির স্ক্রিপ্টে ‘এন্টারটেইনমেন্ট’ আছে বলেই।

এই ছবি দিয়েই আবার বক্স-অফিসে ব্লকব্লাস্টার হিরো হিসেবে ফিরে এসেছেন ৪৫ বছরের অভিনেতা। ১৪০ কোটির ব্যবসা দিয়েছে ‘সুপার-থার্টি’।

কোই মিল গ্যয়া’র রোহিত, সুপার-হিরো হিসেবে কৃশ, কাবিল- এ অন্ধ হিরো রোহন, গুজারিশ-এ এথান, ‘সুপার-থার্টি’-র আনন্দ কুমার নানারকম চরিত্রে  অভিনয় করেছেন।  হৃতিক জানান প্রতিবার তিনি সমৃদ্ধ হয়েছেন অভিনেতা হিসেবে। প্রতিবার ছাপিয়ে যাওয়ার লড়াই।

FotoJet (148)

ডি-গ্ল্যাম লুক ছবির পর আবার গ্ল্যাম অবতারেই দেখা যাবে তাঁকে পরের ছবি ‘ওয়ার’-এ। রিলিজ হবে  ২ অক্টোবর। পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার। যশরাজ ফিল্মস-এর ব্যানারে। হৃতিক ছাড়াও এই ছবিতে দেখা যাবে টাইগার শ্রফ, আশুতোষ রানা এবং বাণী কাপুর। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...