লেখাটা লেখার সময় ওরা বিমানে|শেষরাতে নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে কাতার এর বিমানে| বিলেতে মুসাফিরানা|শ্রীকান্ত আচার্য, জয় সরকার এবং শ্রীজাতও চলেছেন দিন দশেকের এক সঙ্গীতময় সফরে|
ইতিমধ্যেই এই ট্রায়োর মিউজিক আলবাম “মুসাফিরানা” রীতিমত জনপ্রিয়|এখনো পর্যন্ত দুটি সিডি প্রকাশ পেয়েছে”মুসাফিরানা”- শীর্ষক ধারাবাহিক আলবামে| মুসাফিরানার গানগুলিতেই রয়েছে পথ চলার আনন্দের নানা ব্যঞ্জনা| “এর আগেও আমরা মুসাফিরানার ট্যুর করেছি|আমরা ভীষণ এনজয় করি”- জানালেন সঙ্গীতশিল্পী ও সুরকার জয় সরকার| এই মিউজিক্যাল জার্নির কথা জয় দক্ষিন কলকাতার লেকে আমাকে জানায় শরীর চর্চা করা কালীন|১৭ই মার্চ তারা সঙ্গীত পরিবেশন করবেন লন্ডনের লেটন রোডের নাগরেচা হল-এ|তারপরের দিন অর্থাৎ ১৮ই মার্চ ওয়েস্ট মিডল্যান্ডের “মিডল্যান্ড ইন্ডিয়ান এসোসিয়েশন” হল-এ|শেষ অনুষ্ঠানটি ২৪শে মার্চ ভিক্টোরিয়া স্টেশনের পাশে ম্যানচেস্টারে “The Stoller Hall”| নভেম্বরে ঠিক হয় যাওয়া হবে|তারপরে নিজেদের মধ্যে রিহার্সাল করে নেয় কিছুটা|