ইরওয়াদা জেলের সেলে বসে এক কয়েদি দিন গুনছিলেন নতুনভাবে বাঁচার। শেষ পর্যন্ত ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারী মুক্তি পেয়েছিলেন সঞ্জয় বলরাজ দত্ত। সংক্ষেপে সঞ্জয় দত্ত। এক ডজন প্রযোজক, নির্দেশক এ বার স্বস্তির নিশ্বাস ফেললেন। স্ত্রী মান্যতা এবং ছেলে-মেয়েদের সঙ্গে দীর্ঘদিন পর সাক্ষাতের সঙ্গে সঙ্গেই একের পর এক ফিল্মের শ্যুটিংয়ে ঝাঁপিয়ে পড়তে হয় সঞ্জয়কে।
চলতি ২০২০ তেই বেশ কয়েকটি ভিন্নমুখী ছবি মুক্তি পেতে চলেছে। তার মধ্যে সবার আগে ১৫ মার্চ মুক্তি পেতে চলেছে ১৯৯১ সালের সুপারহিট ‘সড়ক’ ছবির সিক্যুয়েল 'সড়ক-২'। প্রথম ছবির মতো এই ফিল্মেরও নির্দেশক মহেশ ভাট। প্রথম ছবির মতোই নতুন এই ফিল্মেও মুখ্য চরিত্রে সঞ্জয় দত্ত। চরিত্রের নাম 'রবি'। এক ভন্ডবাবার আশ্রমের বিরুদ্ধে এক যুবতীর সোচ্চার প্রতিবাদে রবি-র ভূমিকা অন্যতম। সড়ক-২ মূলত রোমান্টিক থ্রিলার। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে পুরোনো ছবির নায়িকা পূজা ভাট তো রয়েছেনই। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন পূজার বোন আলিয়া এবং আদিত্য রায় কাপুর, ভন্ড স্বামীর ভূমিকায় মকরন্দ দেশপান্ডে, প্রিয়াঙ্কা বসু, অক্ষয় আনন্দ এবং টলিউডের ব্যস্ত অভিনেতা যীশু সেনগুপ্ত। এটাই দেখার, সড়ক ১-এর জনপ্রিয়তার শীর্ষে থাকা সঞ্জয় -পূজার অভিনয়ের রসায়নে সড়ক-২ কতটা দর্শকের মন কাড়ে।
হিন্দির পাশাপাশি কন্নড় পিরিয়ড অ্যাকশন ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন সঞ্জয়। ছবির নাম কেজিএফ চ্যাপ্টার ২। এই ছবির সিক্যুয়েল অর্থাৎ কেজিএফ চ্যাপ্টার ১-এর বিপুল জনপ্রিয়তার সঙ্গে সঞ্জয় দত্তের জমজমাট উপস্থিতিতে আশাবাদী পরিচালক প্রশান্ত নীল। ছবিটি ২০ জুলাই মুক্তি পাবে। ছবিটিতে রামিকা সেন-এর চরিত্রে দেখা যাবে রবিনা ট্যান্ডনকে।
চলতি বছরের ৩১ জুলাই মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে এক জমজমাট গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি 'সামসেরা'। করণ মালহোত্রার চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে মূল খলনায়কের বেশে দেখা যাবে সঞ্জয়কে। ১৮০০ সালে এক ভয়ঙ্কর দস্যু-উপজাতি কীভাবে ইংরেজদের বিরুদ্ধে ছায়া-যুদ্ধ করেছিল তা দেখা যাবে এখানে। নাম ভূমিকায় রণবীর কাপুর, পিতা-পুত্রের দ্বৈত চরিত্রে। এক ভয়ানক চরিত্রে খলনায়ক সঞ্জয় রয়েছেন এই ছবিতে। অন্যান্য চরিত্রে রয়েছেন বনি কাপুর, রনিত রায়, ইরাবতী প্রমুখ। আদিত্য চোপড়ার ব্যানারে সামসেরায় সঞ্জয় কতটা খলনায়ক হতে পারে তার প্রতীক্ষায় থাকতে হবে।
এ বছরেই স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া'। অভিষেক দুধাইয়ার চিত্রনাট্য ও পরিচালনায় ভূজ ছবিটির প্রেক্ষাপট ১৯৭১-র ভারত-পাক যুদ্ধ। ভূজ-এর একটি এয়ারবেস ধ্বংস হয়ে যায়, ৩০০ মহিলা এবং ভারতীয় জওয়ানদের তৎপরতায় সেটি পুনরুদ্ধার হয়। এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, প্রাণিথা সুভাষ, নোরা ফাতেহি প্রমুখ। ১০০ কোটি বাজেটের ভূজ-এর মুক্তির দিকে তাকিয়ে বলিউড।