কেরলে একদিনে মাম্পস আক্রান্তের সংখ্যা ১৯০! কিভাবে রুখবেন এই রোগ?

এবার দেশে ছড়াচ্ছে মাম্পস আতঙ্ক! ভারতের দক্ষিণ অর্থাৎ কেরলে হঠাৎ করে ছড়িয়ে পড়ছে মাম্পস আতঙ্ক।

জানা গিয়েছে যে গত রবিবার অর্থাৎ ১০ই মার্চ কেরলে এক দিনেই ১৯০ জন মাম্পস আক্রান্তের খোঁজ মিলেছে৷ মূলত শিশুরাই এই রোগে আক্রান্ত হচ্ছে৷ চলতি মাসেই প্রায় আড়াই হাজারেরও বেশি মাম্পস আক্রান্তের খোঁজ মিলেছে কেরল রাজ্যে এবং গত দু’মাসে সেখানে মাম্পস আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।

কেরলের মল্লপুরম জেলা এবং কেরলের উত্তর অংশে এই মাম্পস রোগটি ছড়িয়েছে। এই রোগের ভ্যাকসিন থাকলেও সরকারি টিকাকরণে কর্মসূচির মধ্যে সেটি অন্তর্ভুক্ত নয়৷ বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে মাম্পস, রুবেলা এবং হামের টিকা শিশুদের দিয়ে নেওয়া যায়৷ এছাড়া মাম্পস এবং রুবেলার ভ্যাকসিন সরকার থেকেই দেওয়া হয়৷ ফলে, দুটি সরকারি ভ্যাকসিন নিলেও বাইরে থেকে মাম্পস-রুবেলা-হামের টিকা শিশুরা নিতেই পারা যায়।

image_2024_03_12T09_37_33_418Z

এই রোগের বিষয়ে একজন টিকাকরণ বিশেষজ্ঞ জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যে রুবেলা এবং হামের টিকা দেওয়া হয়, সেগুলি যতটা কার্যকরী, মাম্পসের টিকা ততটা কার্যকরী হয় না৷ তিনি আরও দাবি করেছেন যে কেরলের মল্লপুরমে বরাবরই টিকারণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা এবং আগ্রহ কম থাকে৷ তাই এই আতঙ্ক।

কিকরে বুঝবেন মাম্পস রোগ? কী কী উপসর্গ রয়েছে এই রোগের?

জানা গিয়েছে যে এই মাম্পস হল এক ভাইরাস, ফলে ছোঁয়াচে। সেখান থেকেই এই রোগ ছড়ায়। ভাইরাস শরীরে ঢোকার ১২ থেকে ২৫ দিনের মধ্যে রোগ প্রকাশ পায়। প্রাথমিক ভাবে মাথা ব্যথা, জ্বর, ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়৷ এরপর ধীরে ধীরে লালা গ্রন্থিগুলি ফুলে ব্যথা হতে থাকে৷ ফলে গালের একপাশও ফুলে যায়৷

মূলত ২ থেকে ১২ বছর বয়সি শিশুরা, যাঁদের মাম্পস-এর টিকা নেওয়া নেই, তারাই এই রোগে বেশি আক্রান্ত হয়৷ তবে যারা ১২ বছরের উপরে বালক-বালিকা কিংবা প্রাপ্তবয়স্করা রয়েছেন। তারা যদি মাম্পস রোগটির এর টিকা না নেওয়া থাকলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

মাম্পস রোগে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা করবেন?

জানা গিয়েছে এই মাম্পস-এর নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই৷ মোটামুটি ২ সপ্তাহ পর রোগী নিজে থেকেই সেরে ওঠে৷ এই রোগের চিকিৎসায় চিকিৎসকেরা মূলত গলা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর কমানোর ওষুধ দিয়ে আক্রান্তকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। এছাড়া আক্রান্তকে প্রচুর পরিমাণে তরল খাবার, উষ্ণ গরম জলে নুন দিয়ে গার্গল করলে বেশ কিছুটা আরাম এবগ্ন স্বস্তি পাবে।

প্রসঙ্গত, এই মাম্পস রোগে আক্রান্ত হলে কিছু ভয়ের থাকে না। তবে খুব কম, কিছুজনের মধ্যে এই মাম্পস থেকে মস্তিষ্ক ফুলে যাওয়া, শ্রবণ শক্তি কমে যাওয়া, পুরুষদের অণ্ডকোষে ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...