আগামী ২৭ জানুয়ারি থেকে মুম্বইয়ের সমস্ত শপিং মল, মাল্টিপ্লেক্স এমনকি রেস্তোরাঁও খোলা থাকবে প্রতিদিন ২৪ ঘন্টা। সূত্র মারফত জানা গেছে, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বই পুলিশের তরফে ২০টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। উক্ত প্রতিষ্ঠানগুলি এবার থেকে ৭ দিন ২৪ ঘন্টা খোলা রাখতে পারবে।
দীর্ঘ তিন দশক পরে এই সিদ্ধান্ত গৃহীত হল। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকার একটি বৈঠক করেন এই প্রস্তাবে অনুমোদন দেওয়ার জন্য। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে, বৃহন্মুম্বই পুরসভার কমিশনার এবং মুন্বইয়ের পুলিশ কমিশনার। এছাড়া বিভিন্ন মাল্টিপ্লেক্স, শপিং মল এবং রেস্তোরাঁর প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেন।
যে প্ৰতিষ্ঠানগুলি অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং সঠিক পার্কিং সুবিধার মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে বলে সম্মত হয়েছে, শুধুমাত্র তাদেরই অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে জানান, এই পদক্ষেপের ফলে রাজ্যের আয় বাড়বে এবং বেশ কয়েক হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। প্রতিষ্ঠানগুলি থেকে আরও একটি বিষয় পরিষ্কার করে নেওয়া হয়েছে, যে সমস্ত রেস্তোরাঁগুলি সারা রাত খোলা থাকবে, সেখানে রাত দেড়টার পর আর মদ বিক্রি করা যাবেনা। এই সিদ্ধান্তের ফলে সন্তুষ্ট মুম্বইয়ের তরুণ প্রজন্মও। বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার জানিয়েছেন, পুলিশ, ওই প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তুষ্ট হওয়ার পরেই তাদের রাতভর ব্যবসার অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মোটি কুড়িটি প্ৰতিষ্ঠান সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খুলে রাখার শর্ত পূরণ করেছে। ওই প্রতিষ্ঠাগুলির মালিকরাই ঠিক করবে, সপ্তাহের সাত দিনই সারারাত নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখবেন, না শুধুমাত্র শুক্র, শনি, রবিবার রাতভর দোকান খোলা রাখবেন। মন্ত্রণালয়ের এক আধিকারিক জানান, আপাতত জনবহুল এলাকার বাইরে যে সমস্ত শপিং মল, রেস্তোরাঁ রয়েছে, তাদের অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসার গতিবিধি বুঝে পরে কম জনবহুল এলাকার প্রতিষ্ঠানগুলোকেও এই সুবিধা দেওয়া হবে। নিউ ইয়র্ক সহ বেশ কিছু প্রতিষ্ঠিত শহরে এমন ব্যবস্থা রয়েছে। হোটেল অ্যান্ড রেস্টোরেন্ট অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ার তরফে গুরবকসিস সিং জানান, মুম্বই গ্লোবাল ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও জানান, মধ্যরাত এবং শেষ রাতের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা থাকলে অনেকেই আকৃষ্ট হবেন ওই সময়ে কেনাকাটি করতে। যে সমস্ত শপিং মলগুলি সারারাত খোলা রাখার অনুমতি পেয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গোরেগাঁও-এর ওবেরয় মল, কান্দিভালির গ্রোয়েল ১০১, ঘটকোপারের আর-সিটি মল, ওরলির আত্রিয়া মল, কুরলার ফোনিক্স মার্কেট সিটি, লোয়ার প্যারেলের হাই স্ট্রিট ফোয়েনিক্স, আন্ধেরির সিটি মল।