১ কোটিতেই যুবরাজ সিং

প্রতিবারের মত এবারও জয়পুরে চলছিল আগামী আইপিএলের নিলাম পর্ব। ব্যাটিং, বোলিং ওভারসিস প্লেয়ারের মত বিভিন্ন বিভাগ থেকে ৮টি দল বেঁছে নিচ্ছিল খেলোয়াড়দের। কেউ বেস প্রাইস কেউ আবার বেস প্রাইসের দ্বিগুন, তিনগুন কখনও আবার চারগুন বেশি টাকা দিয়ে দর হাঁকছিল দলগুলি। আর এই সবের মাঝখানে নিলামে ওঠে যুবরাজ সিংয়ের নাম। বেস প্রাইস ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকা। এখানেই চমক, কোনো দলই তাঁকে বেস প্রাইসেও কিনতে চাইছে না। হয়ত তার একমাত্র কারণ যুবরাজের ছন্দে না থাকা। দ্বিতীয়বার নিলামে ওঠার পরেও কোনও দল যখন তাঁকে নিতে চাইছে না, তখন অনেকেই হয়ত ভাবছে যে যুবরাজের আইপিএল ক্যেরায়ার বোধ হয় শেষ হয়ে গেল। তখনই বেস প্রাইসে যুবরাজকে কিনতে আগ্রহ প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দর হাঁকার পরে সকলেই ভেবেছিলেন, এবার হয়ত বিভিন্ন দলের তরফ থেক যুবারাজকে বিড করা হবে। কিন্তু, সেগুড়ে বালি, আর কেউ তাঁকে কিনতে আগ্রহ প্রকাশ করে নি। তবে তাতে লাভ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। যুবরাজের মত খেলোয়াড়কে যে মাত্র ১ কোটি টাকায় কিনে নেওয়া যাবে, সেটা কখনওই ভাবে নি আকাশ আম্বানি। তিনি জানান যে যুবরাজ ও শ্রীলঙ্কান ফাস্ট বলার লসিথ মালিঙ্গা-কে কেনার জন্য অর্থ ব্যায় করার ভাবনা আগে থেকেই ছিল তাঁদের, কিন্তু এত কম অর্থে যে যুবরাজকে কিনে নেওয়া গেছে তাতে বেশ উচ্ছসিত আকাশ আম্বানি

এটা শেয়ার করতে পারো

...

Loading...