ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই ইন্ডিয়ানন্সের সাফল্যের এক অন্যতম নাম। এই মাঠে মুম্বইয়ের জয় পাওয়ার সমীকরণ বাকি দলগুলির তাদের ঘরের মাঠে জয় পাওয়ার সমীকরণের থেকে অনেক বেশী। তাই একটা সময় ছিল যখন ভাবা হত যে ওয়াংখেড়েতে খেলা মানেই মুম্বইয়ের জয় নিশ্চিত। কিন্তু রবিবারের ম্যাচ দেখলে সেই ধারণা অনেকটাই পাল্টে যাবে দর্শকদের। রবিবার মুম্বই ম্যাচে তখন মাঠ জুড়ে রাজত্ব করছে রিশভ পন্ত। তার ২৭ বলে ৭৮ রানের ওপর ভর করে মুম্বইয়ের প্রিয় ওয়াংখেড়েতে দিল্লির সংগ্রহে তখন ২১৩ রান। এই আইপিএলের প্রথম বনাম দিল্লির দ্বিশতরান। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া যে একদম ঠিক হয় নি ততক্ষণে তা বুঝে গেছে রোহিত শর্মা। অগত্যা কি করা যাবে ২১৩ রানের পাহাড় নিয়ে মাঠে নামল মুম্বই। ব্যাটিংয়ের পাশাপাশি দিল্লি যে কতটা বোলিংয়েও পারদর্শী তা বুঝিয়ে দিল তারা। পাওয়ার প্লে'তেই মুম্বইয়ের তিন উইকেট তুলে নেয় দিল্লি ক্যাপিটাল্স। একে একে প্যাভিলিয়নে ফিরে গেছে অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও কুইন্টন ডি কক। ৪৫ রানেই তিন উইকেট হারিয়ে ততক্ষণে চাপে পড়ে গেছে মুম্বই। ক্রুনাল পান্ডেয়া ও যুবরাজ সিং ম্যাচের হাল ধরলেও তা যথেষ্ট ছিল না জয় পাওয়ার জন্য। ২০ ওভারের মাথায় ১৭৬ রানেই শেষ হয় যায় ইন্ডিয়ান্সেদের ইনিংস।