ভিন্ন মতের এক পথের ‘মুক্তি’

জি-ফাইভে সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মুক্তি’র মধ্যে দিয়ে বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের কাহিনী আবার পর্দায় তুলে ধরলেন পরিচালক রোহন ঘোষ। আটটি এপিসোডের এই ওয়বে সিরিজের গল্প একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে লেখা হয়েছে। ‘ভিন্ন মত, এক পথ’ এই দর্শনে গতি পেয়েছে ছবির গল্প। সশস্ত্র বিপ্লব আর গান্ধীবাদের দর্শনে মিলে গিয়েছে ফুটবলের ময়দানে। মেদিনীপুর জেলের ডেপুটি সুপার রামকিঙ্কর। তিনিই গল্পের ভরকেন্দ্র। সেই ভূমিকায় অভিনয় করেছেন  অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। গল্প অনুযায়ী, সদ্য বিবাহিত এই পুলিশ অফিসার রামকিঙ্করকে মেদিনীপুর জেলের ডেপুটি সুপার পদে নিযুক্ত করেছে ব্রিটিশ সরকার। ঐ জেলেই বন্দি করে রাখা হয়েছিল বিপ্লবীদের।

 

Mukti1

 

অত্যাচারী অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিপ্লবীদের ফুটবল প্রশিক্ষণ দেন রামকিঙ্কর। সেখানেই মিলে যায় বিপ্লবী আদর্শের দুই বিপরীত ধারা। রামকিঙ্করের সদ্যবিবাহিতা স্ত্রী মিনুর ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়

বিপ্লবীদের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ সরকার, অর্জুন চক্রবর্তী। এছাড়াও চান্দ্রেয়ী ঘোষ, চিত্রাঙ্গদা, সাহেব চট্টোপাধ্যায় ও ব্রিটিশ অফিসারের চরিত্রে অভিনয়ে করেছেন কার্ল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই করতে গিয়ে জেলে অত্যাচারের শিকার হতে হয়েছে এই বিপ্লবীদের।

 

Mukti2

 

তারপর ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে আবার ব্রিটিশদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে বিপ্লবীরা। তাদের এই লড়াইতে সারথী হয়ে পাশে দাঁড়িয়েছে ডেপুটি সুপার রামকিঙ্কর। তিনিই ফুটবল প্রশিক্ষণ দিয়েছেন বিপ্লবীদের। পরাধীন ভারতে ব্রিটিশ সরকার ভারতীয়দের সঙ্গে কী ধরনের আচরণ করত এছাড়াও সেই সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল? পরিচালক রোহন ঘোষ এই সব কিছুই তুলে ধরেছেন এই ওয়েব সিরিজের মাধ্যমে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...