'মুখার্জী দার বউ' চলল ওড়িশাতে

মুখার্জী দার বউ এবার পাড়ি দেবেন ওড়িশাতে।...

না, ওড়িশাতে রিলিজের কথা বলছি না মোটেও। এবার ওড়িয়া ভাষায় তৈরি হতে চলেছে পৃথা চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি 'মুখার্জী দার বউ' পুনর্নির্মাণের পর মুক্তি পাবে ছবিটি। রিলিজের দিন থেকেই দর্শকের কাছে প্রশংসা পেয়েছে এই ছবি। এবার ভাষার পরিবর্তন। ছবির প্রযোজক হতে চলেছেন অক্ষয় কুমার পারিজা

চলতি বছরের নারী দিবসেই মুক্তি পেয়েছে এই ছবি। বুক মাই শো- এর তরফে ২৪, ২৫, ২৬ মার্চ মুখার্জী দার বউ ছবিটিকে 'হায়েস্ট গ্রসিং বেঙ্গলি মুভি ইন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারস'-এর তকমা দেওয়া হয়েছে।

ছবিটি বাংলায় যেমন সাড়া ফেলেছে ওড়িশাতেও ফেলবে বলে আশাবাদী প্রযোজক।

ছবির স্টারকাস্ট, পরিচালক এবং অভিনেতাদের নাম বাংলার তালিকা মিলিয়েই থাকবে কিনা তা জানা যায়নি এখনও। পরিচালক পৃথা চক্রবর্তী জানান- "ছবিটি ওড়িয়া ভাষাতে হতে চলেছে এটুকুই জেনেছি। আর তাই খুশি হয়েছি যতটা তার থেকে বেশি তৃপ্ত হয়েছি। তবে, সেই ভাষার ছবি আমিই পরিচালনা করছি কিনা কিংবা আমি স্টার কাস্ট হিসবে যাদের রেখেছি তাঁরাই আবার ওড়িয়া ভাষার ছবিতে থাকছেন কিনা তা নিয়ে এতটুকুও আলোচনা হয়নি এখনও অবধি। শুধু এটুকুই বলব বড় পর্দায় আমার প্রথম কাজ মানুষ এত ভালবাসবে ভাবতে পারিনি। আরও ভাল কাজ করার ইচ্ছাটা আরেক ধাপ উঠে গেল বলে মনে হচ্ছে আমার।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...