বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের অনুমোদনে নাম পাল্টালো মুঘরসরাই স্টেশনের।জনসংঘ নেতা দিন দয়াল উপাধ্যায়ের নামে রাখা হল এই স্টেশনের নাম। ১৯৬৮ সালে এই স্টেশনের ধারে ইতার মৃতদেহ পাওয়া গিয়েছিল।গত বছর জুন মাসে রাজ্যসরকার মুঘলসরাইয়ের নাম বদলানোর পরিকল্পনা করে। সোমবার সেই পরিকল্পনা ফের সামনে আনে রাজ্যসরকার। প্রস্তাব স্টেট ক্যাবিনেট হয়ে পৌছোয় রেলমন্ত্রকের কাছে।রেলমন্ত্রক তা রাজ্যপালের কাছে পাঠালে তিনি সম্মতি জানান। তবে নাম বদলের সাথে সাথে বিতর্কে জড়িয়েছে রাজ্যসরকার।মুঘলসরাই,লালবাহাদুর শাস্ত্রীর জন্মস্থান থাকা সত্বেও দিনদয়াল উপাধ্যায়ের নামে স্টশনের নাম রাখায় ক্ষিপ্ত বিরোধি পক্ষ।