দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই খেলতে পারত অভিমন্যু ইশ্বরন

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে পারত অভিমন্যু ইশ্বরনের। এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

তিনি বলেছেন দক্ষিণ আফ্রিকা যখন ভারতে খেলতে এসেছিল সেই সময় টালমাটাল অবস্থা ছিল ভারতীয় ওপেনার নিয়ে। শিখর ধওয়ান সেই সময় নিজের ফর্ম হারিয়ে দলের বাইরে ছিল। কে এল রাহুলের ফর্মের অবস্থাও ভাল ছিল না। একমাত্র মায়াঙ্ক আগরওয়াল সেই সময় ওপেনার হিসেবে নিজের জায়গা করে নিয়েছিল ভারতীয় দলে। পৃথ্বী সাউ নির্বাসনের জন্য দলের বাইরে ছিল। একমাত্র ওপেনার হিসেবে বিকল্প ছিল রোহিত শর্মা। যাকে আগে মিডল অর্ডারে খেলানো হত। এই সিরিজ থেকেই রোহিতকে ওপেনার হিসেবে পাঠানো শুরু হয়। ওপেনার হিসেবে রোহিত সফল না হলে বিকল্প হিসেবে জায়গা হত অভিমন্যু ইশ্বরনের। কারন অভিমন্যু এবং গুজরাতের প্রিয়ঙ্ক পাঞ্চাল দুজনের বিগত বছরের রঞ্জি পারফরম্যান্স দেখে  তাদের বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছিল। তবে রোহিত সফল হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অভিমন্যু ও প্রিয়ঙ্কের ভারতীয় দলে ওপেনার হিসেবে নিজেদের জায়গা পাওয়া সম্ভব হয়নি।

তবে এই দুজনকে যে ভারতীয় দল আগামী দিনের ওপেনার হিসেবে নিজেদের নজরে রেখেছে তাও জানিয়েছেন এমএসকে প্রসাদ। ভারতীয় এ দলের হয়ে এদের নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও পেসারদের মধ্যে বাংলার ইশান পোড়েল এর নাম এই তালিকায় রয়েছে। ইশান ছাড়াও আগামী দিনে পেসার হিসেবে নজরে রয়েছে নভদীপ সাইনি, বাসিল থাম্পি, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র। এদেরকেও আগামী দিনে নজরে রাখা হয়েছে যাতে তারা ভবিষ্যতে ভারতীয় দলে খেলার সুযোগ পায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...