নয়া রেকর্ড ধোনির

এবারের আইপিএলে অনান্যবারের তুলনায় রেকর্ডের সংখ্যা একটু বেশি। আর সেই তালিকা তে নাম তুলে ফেললেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও। আরসিবির কাছে ১ রানে হারলেও রেকর্ড আটকায় নি ধোনির। তার ৪৮ বলে ৮৪ রানের ইনিংসে, ৫টি চার ও ৭টি ছয় হাঁকিয়ে আইপিএল ইতিহাসে ২০০টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন ধোনি৷ ভারতীয়দের মধ্যে ধোনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ২০০টি ছক্কার অধিকারী হলেন৷ ম্যাচের শেষে ধোনির ছয় মারার সংখ্যা ২০৩টি৷ আইপিএলে সর্বাধিক ৩২৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল৷ ২০৪টি ছয় হাঁকিয়ে তালিকায় দু’নম্বরে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স৷ ২০৩টি ছয় হাঁকিয়ে তিনে রয়েছেন ধোনি৷ চারে রো-হিটম্যান শর্মা৷ আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় হাঁকিয়েছেন৷ সমসংখ্যক  ছয় হাঁকিয়ে তালিকায় পাঁচে রয়েছেন সুরেশ রায়না৷ ধোনির আইপিএল রেকর্ডের দিনে চেন্নাই অবশ্য এই ম্যাচ হেরে বসে৷ ব্যাঙ্গালোরের  বিরুদ্ধে ১৬২ রান তাড়া করতে নেমে একসময় ৩৬ বলে চেন্নাইয়ের দরকার ছিল ৭৬ রান৷ সেখান থেকে শেষ ওভারে ধোনিদের প্রয়োজন ছিল ২৬ রান। একটি চার, তিনটি ছয় দিয়ে শেষ ওভার জমিয়ে দিলেও উমেশ যাদবের শেষ বলে সিঙ্গলসের জন্য ছুটলে রান আউট হন শার্দুল ঠাকুর৷ অবশষে ১৬০ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস৷ ১ রানে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...