এতদিন দেখা গিয়েছিল রোম্যান্টিক নাইয়াক ভূমিকায়। দেখা গিয়েছিল পুলিশ অফিসারের ভূমিকাতেও। কিন্তু এবার নেগেটিভ চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। নেটফিক্লসে থ্রিলার সিরিজে তাঁকে ‘মিসেস সিরিয়াল কিলার’র ভূমিকায় দেখা যাবে। প্রধান চরিত্রে।
মিসেস কিলার এমন একজন চরিত্র যার স্বামীকে ষড়যন্ত্র করে সিরিয়াল কিলার হতে বাধ্য করা হয়।ফাঁসানো হয় মিথ্যে মামলায়। জারা এই কাজটা করে তাঁদের তাঁদের একে একে হত্যা করবেন মিসেস সিরিয়াল কিলার। তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন মনোজ বাজপেয়ি।
জ্যাকলিন অভিনীত চরিত্রের একটি ছবি পোস্ট করা হয়েছে ইন্সটাগ্রামে। ফার্স্ট লুক। সাদা কালো ছবিতে রহস্যের ছাপ স্পষ্ট। মিস্টয়ি নায়িকার পরিবর্তে ধারালো নজর।
শিল্পা শেঠি প্রশংসা করেছেন জ্যাকলিনকে। ডিজিটাল মাধ্যমে এতাই তাঁর প্রথম কাজ।
বড় পর্দায় আসবে জ্যাকলিনের ছবি ‘ড্রাইভ’। তাঁর বিপরীতে থাকবেন সুশান্ত সিং রাজপুত। ২৮ জুন মুক্তি পেতে পারে ছবিটি। এছাড়াও সলমান খানের বিপরীতে কিক ছবির সিকুয়েলে দেখা যাবে তাঁকে।
শ্রীলঙ্কান এই অভিনেত্রী জানিয়েছে।, নায়িকা থেকে অভিনেত্রী হতে গেলে ভাংচুর প্রয়োজন। সাদা, কালো সব ধরনের চরিত্র অভিনয়ের মাধ্যমে সেই হয়ে ওঠা। থ্রিলারের অভিজ্ঞতা তাঁর কাছে আনকোরা নতুন। ডিজিটাল মাধ্যমও নতুন। সম্পূর্ণ ‘এলিয়ান’ একটা চরিত্রে অভিনয় করতে পেরে রোমাঞ্চিত।
২০০৯ সালে আলাদিন সিনেমার মধ্যে দিয়ে প্রথম পা রাখেন বলিউডে। কেরিয়ার শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে এক ছবিতে অভিনয়ের মাধ্যমে। তারপরে কিক, হাউসফুল, রেস-টু।
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কিনেছেন নিজের জন্য। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা’ হয়েছিলেন।