Mrignayani Kolkata: পুজোর চারদিন সেজে উঠুন প্রাদেশিক শাড়ির সাবেকি সাজে

বাঙালির কাছে দুর্গাপুজো মানেই পুজোর চারদিন নতুন নতুন শাড়ি কিংবা এথেনিক পোশাকে সেজে ওঠা। সারা বছর জিনস, স্কার্ট চললেও পুজো মানেই নতুন শাড়ি। পুজোর শাড়ির আবেগই আলাদা।
শারদোৎসব উপলক্ষ্যে প্রাদেশিক শাড়ি এবং পোশাকের কালেকশন নিয়ে এসেছে দক্ষিণাপণের মৃগনয়নী। এছাড়াও আছে জুয়েলারি এবং হোম ডেকরের অনবদ্য সংগ্রহ।

সংস্থার কর্ণধার কে কে চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুজোর কেনাকাটার জন্য প্রতি বছরই আলাদা ভিড় থাকে বিপণিতে। ট্র্যাডিশনাল শাড়ি যেহেতু মৃগনয়নীর বৈশিষ্ট্য তাই সাবেকি ঘরানার শাড়ির বিশেষ কালেকশন থাকে প্রতিবার। সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রেখেই বৈচিত্র্য রাখা আনা হয়েছে।

Read Also :  পয়লা বৈশাখ আর আমাদের ছেলেবেলার টুকরো স্মৃতিগুলো

সংস্থার দিল্লি, মধ্যপ্রদেশের স্টোরে প্রবাসী বাঙালিদের পছন্দের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়। ভিডিয়ো কলে কনট্যাক্ট করতে পারেন দূরে থাকা ক্রেতারা। ভিডিয়ো কলের মাধ্যমে তাঁরা দেখে নিতে পারেন মৃগনয়নীর শাড়ির কালেকশন। বিদেশের ক্রেতারাও এভাবেই শপিং করে থাকেন।

পুজোয় বাঙালি ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রে সাবেকি সাজই বেশি পছন্দ করে থাকেন। নিজের, পরিবারের জন্য কেনাকাটার পাশাপাশি পুজোর উপহার হিসাবেও শাড়ি, পোশাক দেওয়ার প্রথা আছে। তাই সব বাজেটের কালেকশন আছে মৃগনয়নীতে।

এবারের পুজোর ট্রেন্ডে মধ্যপ্রদেশের বাটিক প্রিন্টের ড্রেস মেটিরিয়াল জনপ্রিয় হয়েছে। পোশাকের পাশাপাশি জুয়েলারিতেও পুজো উপলক্ষ্যে নতুন কালেকশন এসেছে। রেডিমেড কুর্তি, টু-পিস আছে। শাড়িতে কটন সিল্ক, মিক্সড কটন চান্দেরি, প্রিন্টেড চান্দেরি, কটন আজরাখ, মাহেশ্বরী, কটন সিল্ক, সিল্ক মাহেশ্বরী, গাদোয়াল, কাঞ্জিভরমের কালেকশন নজর কাড়ছে ক্রেতাদের। সবেতই আছে ২০ শতাংশ ছাড়, এছাড়া প্রতি কেনাকাটায় এছে আকর্ষণীয় উপহার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...