Mrignayani: ‘মৃগনয়নী’ ক্রেতাদের পছন্দের সেরা ঠিকানা।

ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। আর এই বৈচিত্র্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করে এখানের বিভিন্ন প্রজাতির মানুষের পোশাক, জীবনযাত্রা, খাদ্য সহ নানান অভ্যাস। তবে বেশিরভাগ সময়েই এক অঞ্চলের প্রধান প্রধান জিনিস অন্য অঞ্চলে পাওয়া সম্ভব হয়না। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছে ‘মৃগনয়নী’ ও ‘অবন্তী’ প্রতিষ্ঠান।

মধ্যপ্রদেশ সরকারের বিশেষ উদ্যোগ এই ‘মৃগনয়নী’ এম্পোরিয়াম। প্রায় ৪৫-৫০ বছর আগে এক রাজ্যের পোশাক অন্য রাজ্যে পাওয়া যেত না। তখন মধ্যপ্রদেশের কেন্দ্রীয় সরকার একটি নতুন ব্যবস্থা চালু করে, যেখানে সব রাজ্যের পোশাক এক ছাদের তলায় পাওয়া যাবে। এই বিশ্বস্ত সংস্থার নামই ‘মৃগনয়নী।‘ ১৯৮৫ সালে ফেব্রুয়ারি মাসে এই এম্পোরিয়ামটি চালু হয় এবং প্রায় চার দশক ধরে এটি সাধারণ মানুষের অন্যতম পছন্দের প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের মোট ৮ টি শপ রয়েছে বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন শহর জুড়ে। এই শহরগুলি যথাক্রমে ইন্দোর, নতুন দিল্লি, ভোপাল, কলকাতা (দুটি শাখা), গোয়ালিয়র ও মধ্যপ্রদেশে (দুটি শাখা)। এগুলিতে নানান রাজ্যের বিভিন্ন ধরনের শাড়ি, ওড়না, ড্রেস মেটেরিয়ালস, জুয়েলারি সহ রেডিমেট হ্যান্ডক্র্যাফটের জিনিস, যেমন ব্রাসো, ব্রোঞ্জ প্রভৃতি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন গিফট মেটেরিয়ালস, যেমন পেইংটিং, হাতের কাজ করা মুর্তি সহ প্রচুর প্রয়োজনীয় জিনিস এখানে পাবেন ক্রেতারা।

‘মৃগনয়নী’র প্রধান প্রধান প্রডাক্ট হল, চন্দেরি, মহেশ্বরী ও কোশা শাড়ি। এই শাড়িগুলি সফট সিল্ক ও কটন দুই ধরনের মেটেরিয়ালের মধ্যেই পাওয়া যায়। এছাড়াও এই সম্ভারে রয়েছে সাউথ কটন ও কাঁথা স্টিচ শাড়ি।

তবে শুধুমাত্র শাড়িতেই আবদ্ধ নেই এই প্রতিষ্ঠানের কালেকশন। মূলত মেয়েদের সেজে ওঠার জন্য যা যা প্রয়োজন, সেই সবই পাবেন ক্রেতারা এখানে। শাড়ির সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, যেমন সিলভার ও গোল্ড প্লেটেড জুয়েলারী এখানের প্রধান আকর্ষন।

কিন্তু এই প্রতিষ্ঠান শুধুমাত্র ক্রেতাদের কথাই ভাবেনি, বরং বিক্রেতাদের পরিশ্রমের ন্যায্য মূল্য দেওয়াও তাদের মূল উদ্দেশ্য। কলকাতায় ‘মৃগনয়নী’ প্রতিষ্ঠানের ম্যানেজার মিস্টার কে.কে চ্যাটার্জী। তার মতে, মৃগনয়নী প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের মূল উদ্দ্যেশ্য ছিল, নানান রাজ্যের মানুষ, যারা এই পণ্য তৈরি করে, যাদেরকে একটা জায়গা দেওয়া যেখানে তারা তাদের পণ্য ন্যয্য মূল্যে বাজারে বিক্রি করতে পারে।  

কলকাতার বুকে ‘মৃগনয়নী’ এবং ‘অবন্তী’-র একটি করে দোকান রয়েছে। তাদের ঠিকানা যথাক্রমে ঢাকুরিয়ায় অবস্থিত দক্ষিণাপন কমপ্লেক্স ও উল্টোডাঙ্গার উত্তরাপন শপিং কমপ্লেক্স।

 

ঠিকানা

মৃগনয়নী এম. পি এম্পোরিয়ামঃ

দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, ২, গড়িয়াহাট রোড (দক্ষিণ), কলকাতা (পশ্চিমবঙ্গ), ৭০০০৬৮

যোগাযোগ – ০৩৩-২৪২৩৭৫১২

ইমেল – mrignayanikol86@gmail.com

 

আবন্তী এম্পোরিয়াম কলকাতাঃ

হ্যান্ডলুম হাভেলী, উত্তরাপন শপিং কমপ্লেক্স, শপ নং ১৮, ১৯, ২৮ ও ২৯; ভি.আই.পি রোড, উল্টোভাঙ্গা, কলকাতা (পশ্চিমবঙ্গ), ৭০০০৫৪

যোগাযোগ- ০০৩- ২৩৫৫০৬৬৬

ইমেল- kolavanti@gmail.com

নতুন ব্যবসায়িদের জন্য প্রশ্নঃ

নতুন ব্যবসা শুরু করতে গেলে কী কী বিষয় মাথায় রাখা উচিত?

নতুন ব্যবসার ক্ষেত্রে মূলধন ও ব্যবসার স্থান খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার উদ্দ্যেশ্য ও ব্যবসার বিষয় সম্পর্কেও ধারণা পরিষ্কার হতে হবে। ট্রেডিং ব্যবসার ক্ষেত্রে পরিচিতি বা সোর্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যেকোনো ব্যবসায় ক্ষেত্রে টিম ওয়ার্ক খুব প্রয়োজনীয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...