শিশু কতটা স্মার্ট তার জানান দেবে এমআরআই

কথায় বলে, শিশুর বয়স যত বারে তার বুদ্ধিও ধীরে ধীরে বাড়তে থাকে| কিন্তু ঠিক কতটা হারে বাড়ে তা কি জানা আছে? এবার শিশুর বুদ্ধির খোঁজ দেবে এমআরআই| ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সংক্ষেপে এমআরআই-এর সাহায্যে শরীরের অভ্যন্তরে থাকা অঙ্গপ্রতঙ্গের মধ্যে তৈরী হওয়া সমস্যা ধরা পড়ে| এবার থেকে এই এমআরআই-এর মাধ্যমেই শিশু কতটা বুদ্ধিমান তার প্রমান পাওয়া যাবে|

রাশিয়ার স্কল্কভো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা একধরনের জমায়েত পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে যার সাহায্যে অনায়াসেই থ্রি-ডি নেটওয়ার্ক অ্যানালাইসিস করে কোনো ব্যক্তির বুদ্ধিমত্তার দৌড় পরীক্ষা করা যাবে| জানা গেছে, ব্রেনের এমআরআই-এর মাধ্যমে খুব সহজেই এই ইন্টেলিজেন্স লেভেলকে সনাক্ত করা যাবে|

জানা গেছে, এই বিজ্ঞানীরা ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট এর থেকে পাওয়া ১১,০০০ ৯ থেকে ১০ বছর বয়সী ছেলেমেয়েদের উপরে পরীক্ষা করেন| এই পরীক্ষার ফলাফল তারা প্রকাশ করেন|বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমআরআই-এর মাধ্যমে ইন্টেলিজেন্সের খোঁজ পাওয়াকে বলে ‘ফ্লুইড ইন্টেলিজেন্স’| বিজ্ঞানীদের মতে, ফ্লুইড ইন্টেলিজেন্স হলো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি এবং সময়মতো কাজ শেষ করে ফেলার ক্ষমতা| গবেষকরা এই পরীক্ষা চলাকালীন সমস্ত শিশুদের ফ্লুইড ইন্টেলিজেন্স লেভেল চেক করেন| গবেষকরা জানান, এরপরে সমস্ত তথ্য একত্রিত করার ফলে তারা যে সিদ্ধান্তে আসেন তা হলো, এই এমআরআই-এর ফলে একটি শিশুর ‘ফ্লুইড ইন্টেলিজেন্স’ এবং ‘ব্রেন অ্যানাটমি’ মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করবে| গবেষকরা আরও জানিয়েছেন, এই গবেষণা থেকে ভবিষ্যতে শিশুদের নানা ধরনের ব্যবহার সম্পর্কে আগে থেকে অবগত হওয়া যাবে|    

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...