অনিল-শেখর ট্যুইট- জল্পনা তুঙ্গে

 

সে প্রায় তিন দশক আগেকার কথা, ১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুর পরিচালিত অনিল-শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া', যে সিনেমাটিকে মূল ধারার হিন্দি সিনেমার মাইলফলকও বলা হয়। মেকআপ-কস্টিউম-অভিনয়-গান-চিত্রনাট্য -এই সবকিছুর রয়াসনে বানানো সেই জনপ্রিয়-সুপারহিট ছবিটি মুক্তির ৩২ বছর পেরিয়ে আজও মনে রয়ে গিয়েছে দর্শকদের। 'কালজয়ী' তকমাধারী সেই ছবিরই নাকি 'সিক্যুয়েল' তৈরী হতে চলেছে আর এই আভাস দিয়েছেন ছবির নির্মাতা-অভিনেতা, শেখর কাপুর-অনিল কাপুর দু'জনেই।

সম্প্রতি অনিল কাপুর আর শেখর কাপুরকে আলোচনারত অবস্থায় দেখা যায় একটি রেস্তোরায়। অনিল তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ছবিটি পোস্ট করে লেখেন, দেজা ভু'র মতো মনে হচ্ছে! আমি আর শেখর কাপুর দুজনেই আমাদের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম, যেটা অসম্ভব রোমাঞ্চকর। ‘মিস্টার ইন্ডিয়া’  ছবির সময় ঠিক যেমন ম্যাজিক আমরা তৈরি করেছিলাম, এবারও তেমনটাই করতে চাই।"

অন্যদিকে, শেখর কাপুর জল্পনা উস্কে দিয়ে টুইট-পোস্টে সরাসরি লেখেন, "মিস্টার ইন্ডিয়া ২ অথবা অন্য কোনও ছবি নিয়ে আলোচনা করছি।"

কিন্তু অনিল-শেখর কাপুরের এই পোস্টের অনেক আগেই- ২০১২ সালে শ্রীদেবী জীবিত থাকাকালীন তাঁর স্বামী প্রযোজক বনি কাপুর ঘোষনা করেছিলেন 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যুয়েল বানাবেন তিনি। ইতিমধ্যেই চলে গিয়েছেন ছবির মুখ্য দুই অভিনেতা- শ্রীদেবী এবং অমরেশ পুরী। ফের কিছুদিন আগে যখন সিক্যুয়েল বানানোর প্রসঙ্গ তোলেন বনি সেই সময় নিমরাজি হন স্বয়ং শেখর কাপুর, তিনি বলেছিলেন "বনি কাপুর যা পরিকল্পনা করছেন, সেই প্রজেক্টে আমি হাত দেব না। তার উপর আবার শ্রীদেবী প্রয়াত। অতএব ওই ছবি করার কোনও প্রশ্নই ওঠে না।"

অনিল কাপুরের মুখেও শোনা গিয়েছিল, "এখনও কোনও গল্প ঠিক হয়নি। তাছাড়া এই ছবিতে আমি হাতও দিতে চাই না। কারণ, প্রথমত বনি কাপুর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েল করবেন বলে ঠিক করেছেন, তার উপর শ্রীদেবী ও অমরেশ পুরীর মতো অভিনেতার বদলে অন্য কাউকে ভাবাই যায় না।"

তবে, এতকিছু বলার পরেও সম্প্রতি অনিল আর শেখরের করা টুইট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে তাঁরা নাকি সম্পূর্ণ ভিন্নভাবে, নয়া মোড়কে 'মিস্টার ইন্ডিয়া'র সিক্যুয়েল করার কথা ভাবছেন। দেখা যাক, সময়ই বলে দেবে সবকিছু।  

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...