বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা, কারণ কী?

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮.৮৬ মিটার উচ্চতায় অবস্থিত। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে, এভারেস্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির নৈপথ্যে রয়েছে ‘অরুণ’ নদী। হিমালয়ের নিচের অঞ্চলে এই নদীটির ভূমিক্ষয়ের ফলে এভারেস্টের উচ্চতা অন্তত ১৫ থেকে ৫০ মিটার বেড়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

হাইলাইটসঃ

১। এভারেস্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে

২। এই বৃদ্ধির নৈপথ্যে রয়েছে ‘অরুণ’ নদী

৩। এভারেস্টের উচ্চতা অন্তত ১৫ থেকে ৫০ মিটার বেড়েছে

 

‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ এর গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, অরুণ নদী এবং কোশী নদীর শিলাক্ষয় ও ভূমিক্ষয়ের কারণে আইসোস্ট্যাটিক রিবাউন্ড নামে একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যা পৃথিবীর ভূত্বককে ঠেলে উপরের দিকে তুলে দেয়।  গবেষকরা দাবি করেছেন, এই প্রক্রিয়ার ফলে শুধু এভারেস্ট নয়, হিমালয়ের অন্যান্য শৃঙ্গগুলিও উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে লোটসে ও মাকালু শৃঙ্গের উচ্চতা উল্লেখযোগ্য। লোটসে বিশ্বের চতুর্থ ও মাকালু বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ। গবেষণায় আরও বলা হয়েছে, প্রায় ৮৯ হাজার বছর আগে অরুণ নদী ও কোশী নদীর মিলিত প্রবাহের কারণে এই অঞ্চলের ভূমিক্ষয় বাড়তে থাকে। যদিও কিছু ভূতাত্ত্বিক এই তত্ত্বে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও লন্ডনের গবেষকরা দাবি করছেন, তাদের মডেলের মাধ্যমে এই প্রক্রিয়াটি সঠিকভাবে প্রমাণিত হয়েছে।

 

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ‘নেচার জিওসায়েন্স’ নামের জার্নালে ‘নদী নিষ্কাশন জলদস্যুতা দ্বারা বর্ধিত চোমোলুংমার সাম্প্রতিক উত্থান’ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানেও এভারেস্টের উচ্চতা বৃদ্ধির কারণ হিসেবে অরুণ ও কোশী নদীর হাত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

এভারেস্টের উচ্চতা বৃদ্ধির কারণ হিসেবে নদী ক্ষয় এবং ভূত্বকীয় পরিবর্তনের এই তত্ত্ব সাম্প্রতিক ভূগোলবিদ্যায় এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...