গেইল, থেকে ওয়ার্নার সকলকে ছাপিয়ে গিয়ে আইপিএলে সর্বাধিক ছয় হাঁকিয়ে নজির গড়লেন আন্দ্রে রাসেল। ১১টা ইনিংসে ৫০টা ছয় আছে তাঁর। হাঁকিয়েছেন ২৯টা চার-ও। এবারের আইপিএল-এ ছয় হাঁকানোর দ্বিতীয় স্থানে রয়েছেন রাসেলের সতীর্থ খেলোয়াড় ক্রিস গেইল৷ তাঁর সংগ্রহ ৩২টি ছয়৷ গেইলের চেয়ে ১৮টি ওভার বাউন্ডারি বেশি মেরেছেন ড্রি রাস। অন্যদিকে দুই ক্রিকেটারই দ্বাদশ আইপিএলে ৪টি করে হাফ সেঞ্চুরি করেছেন৷ সর্বাধিক ছয় মারার তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া৷ মুম্বই জার্সিতে ১২ ইনিংসে এখনও পর্যন্ত ২৭টি ছয় হাঁকিয়েছেন ভারতীয় এই অল-রাউন্ডার৷ রবিবার ইডেনে তার ঝড় দেখেছে কলকাতবাসী৷ নাইটদের বিরুদ্ধে তাঁর ৯১ রানের ইনিংস আইপিএল ও টি-টোয়েন্টি কেরিয়ারে হার্দিকের সর্বোচ্চ রান৷ ২৬টি ছক্কা হাঁকিয়ে তালিকায় ৪ নম্বরে রয়েছেন আরসিবি’র এবি ডিভিলিয়ার্স৷ ২১টি ছয় হাঁকিয়ে পাঁচে রয়েছেন সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার৷
একনজরে একটি ইনিংসে সর্বাধিক ছয় মেরেছেন যারা।
কাইরন পোলার্ড- কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ১০ ছক্কার ইনিংসে ৮৩ রান হাঁকিয়েছেন পোলার্ড৷
হার্দিক পান্ডিয়া- নাইটদের বিরুদ্ধে ৯ ছক্কার ইনিংসে ৯১ রান করেন তিনি।
আন্দ্রে রাসেল- আরসিবি’র বিরুদ্ধে ৯ ছক্কার ইনিংসে ৬৫ রান করেন ‘রাসেল মাসেল’৷
দীনেশ কার্তিক- রাজস্থানের বিরুদ্ধে ইডেনে ৯ ছক্কার ইনিংসে ৯৭ রান করেন ‘ডিকে’।
রাসেল- ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ ছক্কার ইনিংসে ৮০ রান করেন ‘ড্রি রাস’৷