একাধিকবার সর্বোচ্চ উইকেটের অধিকারী

২০০৮ সালে শুরু হয়ে আইপিএল। কিন্তু এই ১১ বছরের ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছে যারা তাদের ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে।  প্রত্যেক বছর আইপিএলে সব থেকে বেশি উইকেট যারা পায় তাদের পার্পল ক্যাপ দেওয়া হয়। কিন্তু আইপিএলের ইতিহাসে এমন কিছু বোলার আছে যারা একাধিকবার পার্পল ক্যাপ জিতেছে। সেই বোলারদের তালিকাভুক্ত করা হল।

ডোয়াইন ব্র্যভো – ডেথ ওভার বোলিং খ্যাত এই ক্যারিবিয়ান অলরাউন্ডার দুইবার পার্পল ক্যাপের অধিকারী হন।

২০১৩ – চেন্নাই সুপার কিংস – ৩২ উইকেট

২০১৫ – চেন্নাই সুপার কিংস – ২৬ উইকেট

 

ভুবনেশ্বর কুমার – ভারতের এই সুইং খ্যাত মিডিয়াম পেসার আইপিএল ইতিহাসে দুইবার পার্পল ক্যাপের অধিকারী হন।

২০১৬ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২৩ উইকেট

২০১৭ – সানরাইজার্স হায়দ্রাবাদ – ২৬ উইকেট

এছাড়াও আইপিএল ইতিহাসে আরও অনেক বোলার পার্পল ক্যাপ পেলেও একাধিকবার অর্জন করতে পারেন নি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...