তৃতীয় টেস্টে এক ইনিংস সহ ২০২ রানে দক্ষিন আফ্রিকাকে হারিয়ে হোয়াইট ওয়াশ ভারতের। প্রথম ইনিংসে ৪৯৭ রান তাড়া করতে গিয়ে ১৬২ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস। ফলো অন খেয়ে যাওয়ায় ফ্যাফ ডুপ্লেসিদের আবারও ব্যাট করতে পাঠায় বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকার ইনিংস। ফলে ৩-০ ব্যাবধানে সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে ভারত। তবে সিরিজ জেতার সাথে সাথে প্রতিপক্ষকে সবচেয়ে অধিকবার হোয়াইট ওয়াশ করার রেকর্ডের অধিকারী হন বিরাট কোহলি। এই নিয়ে তৃতীয়বার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল ‘মেন ইন ব্লু’। ২০১৬ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ২০১৭ সালে এওয়ে সিরিজে শ্রীলঙ্কা ও এইবার দক্ষিন আফ্রিকা। প্রতিপক্ষকে দুইবার হোয়াইট ওয়াশ করে, এর আগে এই শিরোপার অধিকারী ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজাহারুদ্দিন। ১৯৯৩ সালে ইংল্যান্ড ও ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে, যথাক্রমে ৩-০ ও ৩-০ ফলাফলে সিরিজ জেতে ভারত। তৃতীয় স্থানে আছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে ৪-০ হোয়াইট ওয়াশ করে ভারত। ঠিক তেমনই আরও একটি রেকর্ডের অধিকারী হয়েছে দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। পর পর দুইবার ভারতের মাটিতে সিরিজ হারের লজ্জাজনক রেকর্ডের অধিকারী তিনি। এর আগে ২০১৫ সালেও ভারতের কাছে সিরিজ হারে প্রোটিয়ারা, সেই দলেরও অধিনায়ক ছিলেন ফ্যাফ ডুপ্লেসি।