কিছুদিন আগেই ‘সুপার- থার্টি’ তে ডিগ্ল্যাম লুক চমকে দিয়েছিল সিনেমা প্রেমিদের। গ্ল্যামারাস হিরোর চেহারা আমূল বদলে সাদামাটা অঙ্কের স্যার আনন্দের ভূমিকায় সফল হয়েছিলেন বলাই যায়। বক্স অফিসের রিপোর্ট তার প্রমাণ।
৬৫ কোটি বাজেটের ‘সুপার থার্টি’ মুক্তির ১০ দিনের মধ্যেই ১০০ কোটি ক্লাবের সদস্য হয়।। আনন্দের ভূমিকায় হৃতিক রোশনের অসাধারণ অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
বলিউডে তাঁর পরিচয় গ্রিক গড নামে। প্রথম ছবি কহোনা প্যার হ্যায় দিয়ে যখন পা রেখেছিলেন বলিউডে তাঁর প্রেমে পড়েছিল আসমুদ্র হিমাচল। এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। চেহারায় ইউরোপিয়ান ছাপ। এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ।
ডেভিড বেকহ্যাম, ক্যাপ্টেন আমেরিকার ইভন ক্রিশ, রবার্ট প্যাটিনশন, মতো তাবড় তাবড় সুপুরুষকে পিছনে ফেল বিশ্বের সেরা সুদর্শন পুরুশের সম্মান পেলেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। অভিনয় বাদ দিয়েও ফিটনেস, লুক-এর জন্য তিনি ফ্যানেদের কাছে জনপ্রিয়।
আমেরিকার একটি এজেন্সির করা সমীক্ষা অনুযায়ী এ বছর ‘মোস্ট হ্যান্ডসাম মেন ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন হৃতিক।
যদিও হৃতিক এর জন্য এই সম্মান নতুন নয়। এর আগেও তিনি এমন সম্মান পেয়েছেন। বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’ খেতাব পেয়েছিলেন। কিছুদিন আগে ‘টপ ফাইভ মোস্ট হ্যান্ডসাম মেন ইন দ্য ওয়ার্ল্ড ইন অগাস্ট’ হয়েছেন।
‘মোস্ট হ্যান্ডসাম মেন ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়ে কেমন লাগছে জানতে চাওয়া হলে তিনি মজা করে বলেন, ‘সব অবদান ব্রক্কোলির! এর জন্যই এই খেতাব পেয়েছি।’
হৃতিক রোশনের পরের ছবি ‘ওয়ার’। যশরাজ ফিল্মসের ব্যানারে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ। হৃতিক ছাড়াও ছবিতে আছেন টাইগার শ্রফ, বাণী কাপুর। মুক্তি পাবে ২ অক্টোবর।