শিক্ষা মানসিকতা গঠনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সোপান। যে দেশের মানুষ যত শিক্ষিত, সেই দেশের উন্নতি তত উর্দ্ধমুখী। তবে আপনি কী জানেন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি? ভারতের স্থানই বা কোথায়?
হাইলাইটসঃ
১। বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কানাডা
২। এই তালিকায় সেরা দশ-এ ভারতের নাম নেই
৩। ভারতের সাক্ষরতার হার কত?
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ হিসেবে স্থান পেয়েছে কানাডা। কানাডায় ৫৯.৯৬ ভাগ মানুষ শিক্ষিত। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যেখানে ৫২.৬৮ ভাগ মানুষ শিক্ষিত। তৃতীয় স্থান অধিকার করেছে লুক্সেমবার্গ। শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া ৪ নম্বর স্থান পেয়েছে এবং ইজরায়েল রয়েছে ৫ নম্বর স্থানে। এরপর রয়েছে আমেরিকা ও আয়ারল্যান্ড । আমেরিকা এবং আয়ারল্যান্ডের স্থান যথাক্রমে ৬ এবং ৭। ব্রিটেনের জায়গা হয়েছে ৮ স্থানে। কিন্তু একথা আশ্চর্যের যে, সমগ্র পৃথিবীর জনসংখ্যার ৩৯ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করেছে।
তবে এই রিপোর্টে সেরা ১০ শিক্ষিত দেশের তালিকায় স্থান হয়নি ভারতের।ওইসিডি- র রিপোর্ট অনুসারে, ভারতীয় জনসংখ্যার মাত্র ২০.৪ শতাংশ মানুষ শিক্ষিত। কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে কোর্স শেষ করতে পারেন এমন মানুষের হারও খুব কম। এছাড়াও কিছু বছর আগে প্রকাশিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের শিক্ষার উপরে তৈরি রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের প্রায় ৭ টি রাজ্যের শিক্ষার হার বেশ শোচনীয়।
তবে ভারতের মধ্যেও যদি শিক্ষিত রাজ্যের নাম উল্লেখ করা হয়, তবে সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে কেরালা।