বিয়েতে আয়োজক সংস্থা হোক নারীকেন্দ্রিক

আজকাল বাড়িতে বিয়ে হলেই তার দায়িত্ব দেওয়া হয় কোনো না কোনো আয়োজক সংস্থার হাতে| অন্দরের সাজসজ্জা থেকে শুরু করে রান্না, অতিথি আপ্যায়ন সবকিছুর জন্যই আয়োজক সংস্থা থেকে আলাদা আলাদা লোক পাঠানো হয়| আয়োজক সংস্থার হাতে একবার দায়িত্ব তুলে দেওয়া হয়ে গেলে বেশ নিশ্চিন্ত থাকে বরপক্ষ বা কনেপক্ষ| কিন্তু সম্প্রতি একটি নতুন চিন্তাধারা দেখা দিয়েছে মানুষের মধ্যে| বেশিরভাগ মানুষ আয়োজক সংস্থার মূল দায়িত্বে নারীদের দেখতে চাইছেন|

বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে, যেইসব আয়োজক সংস্থার কেন্দ্রে নারীরা রয়েছেন বর্তমান বিয়ের বাজারে সেইসব সংস্থার চাহিদা অন্য সংস্থার থেকে তুলনামূলকভাবে বেশি| সম্প্রতি, মায়া কাচ্রু লেভিন এবং ইয়াট কেইন দাবি জানিয়েছেন, তাদের বিবাহের ক্ষেত্রে আয়োজক সংস্থার সাহায্য নেওয়া হলে তা যেন সম্পূর্ণ নারীকেন্দ্রিকই হয়| তাদেরই দাবি যথারীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়| কাচ্রু লেভিন জানান, আংটি বদল অনুষ্ঠানেই তার এই কথাটি প্রথম মাথায় আসে| জানা গেছে, এই হবু দম্পতি লস এঞ্জেলসের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নয়নতারা ব্যানার্জি-কে তাদের বিয়ের পোশাক তৈরীর দায়িত্ব দিয়েছেন| শুধু তাই নয়, তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য ‘ফ্লোরা ফার্ম’ নামক যে হল তারা ভাড়া নিয়েছেন তার মালিকও একজন মহিলা| এমনকি, রাতে নিমন্ত্রিত অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তারা কাসা নাটালিয়া বুটিক হোটেলে যার মালিক একজন বেলজিয়ান মহিলা|সম্পূর্ণ মহিলা পরিচালিত বিয়ের সাক্ষী থাকতে চাইছেন এই দম্পতি|   

এটা শেয়ার করতে পারো

...

Loading...