সম্প্রতি দক্ষিণে যে জলের সংকট দেখা দিয়েছে তা নিয়ে চিন্তিত সারা বিশ্ব। সকলেই চাইছেন নিজের মতন করে জল খরচ কমানোর। কাজের পর কল বন্ধ করে দেওয়া, এসি থেকে বেরোনো জল কোনো পাত্রে জমিয়ে তা পরে কাজে লাগানো নানা পদ্ধতি অবলম্বন করে সকলেই চাইছেন জলের অপচয় বন্ধ করতে। সেই অভিযানে এবার সামিল পশুরাও। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কলে মুখ লাগিয়ে জল খাচ্ছে একটি বাঁদর। জল খাওয়া শেষ হলে অন্য প্রাণীরা কি করে কলটি খুলে রেখেই চলে যায়। কিন্তু বাঁদরটি তা করেনি। সে রীতিমতো প্যাঁচ ঘুরিয়ে কলটি বন্ধ করে তবেই সেই জায়গা থেকে গেছে। বাঁদরের এই বুদ্ধি দেখে স্তম্ভিত সকলেই।
ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেন নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান ডঃ এস ওয়াই কুরেশি। ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি লেখেন মানুষের জন্য একটি সুন্দর বার্তা এটি। সত্যিই, যেখানে জলের সংকট ভাবাচ্ছে গোটা বিশ্বকে এবং তাতেও টনক নড়ছে না কিছু মানুষের। সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি বাঁদরের কীর্তি যে একটি সচেতনতামূলক বার্তা দিতে সক্ষম হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই ৯ হাজার বার রিটুইট করা হয়েছে এবং ভিডিওটিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।
এই ‘কান্ড’ করে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছে এই বাঁদরটি। ভিডিওটির কমেন্ট সেকশনে অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন।কেউ বলেছেন, এই বাঁদরটি থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিৎ। তো কেউ বলেছেন, বুদ্ধিসম্পন্ন মানুষ এতদিনেও যে পদক্ষেপ নিতে পারেনি একটি পশু সেই কাজ আজ করে দেখালো। সম্প্রতি জলসংকট নিয়ে নানা বৈঠক হচ্ছে আন্তর্জাতিক স্তরে। প্রতিটি মানুষকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে নিজেদের বাড়ির জলকে অপচয়ের হাত থেকে বাঁচান। কিছু মানুষ তাতে সাড়া দিলেও বেশিরভাগ জায়গায় আজও রাস্তায় কল দিয়ে অবাধ ধারায় ঝরে চলেছে জল। যেখানে জল অপচয় কমানোর জন্য নানা জায়গায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সেইখানে এই বাঁদরের কীর্তি সত্যিই মানুষের মনে সচেতনতা গড়ে তুলতে পারবে, এমনটাই মনে করছে নেটদুনিয়া।
What a beautiful message for humans! pic.twitter.com/wTgK4b9uGF
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) August 1, 2019