সরকারের অধীনে সবুজ মেরুণ

বৃহস্পতিবার মোহনবাগানে হয়ে গেল কার্য নির্বাহী কমিটির সভা। সরকারিভাবে নথিভুক্ত হল মোহনবাগান ক্লাব। সঙ্গে তিনটি জিনিসের ট্রেডমার্ক হল ক্লাবের। এক, সবুজ-মেরুন রঙ, দুই, পালতোলা নৌকা লোগো এবং তিন, মোহনবাগান নাম। মোহনবাগান ক্লাবের যে ফুটবল দলটি রয়েছে সেটি এতদিন মোহনবাগান ফুটবল ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নামে চলত। সেই প্রাইভেট লিমিটেডের কোম্পানির শেয়ার ছিল চারজনের হাতে। কিন্তু এবার কোম্পানির পুরো শেয়ার পাবে ক্লাবের সদস্যরা। কিছুদিন আগে ক্লাবের নির্বাচন হয়ে গেল।. নির্বাচনের পর তিন মাসের মধ্যেই শাসক গোষ্ঠী  তাদের প্রতিশ্রুতি রেখেছেন। ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাব সরকারি রেজিস্ট্রেশন এক্ট অনুযায়ী নিজেদের নাম নথিভুক্ত করেছে। কিন্তু সেই দিক থেকে দেখতে গেল মোহনবাগান অনেকটাই দেরি করে নাম নথিভুক্ত করাল। তবে সবুজ-মেরুন শিবিরের এখন থেকে স্পন্সরের সঙ্গে কথা বলতে আর কোনো অসুবিধা রইল না। পরের আইএসএলের বিড শুরু হওয়ার আগেই নতুন স্পন্সরের নাম ঘোষণা করা হবে বলেও জানান মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। সত্যিই ক্লাব কর্তাদের এই ঘোষণায় বাগান জুড়ে সমর্থকদের উচ্ছাস চোখে পড়ার মতো।             

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...