সামনে নেই কোনও টুর্নামেন্ট। ফলে অনুশীলন বন্ধ মোহনবাগানের। ভিন রাজ্যের ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলাররাও বাড়ি ফিরে গিয়েছেন। এমনকি কোচ খালিদ জামিলও ফিরে গিয়েছেন বোম্বাইতে। নতুন মরসুমে ফের মোহনবাগানের কোচের দায়িত্ব খালিদ জামিল পারেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আইলিগে সাফল্য না এনে দিতে পারার জন্য কোচ শঙ্করলাল চক্রবর্তী নিজেই সরে গিয়েছিলেন। শঙ্করের পরিবর্তে বাগান কর্তারা অনেক আশা নিয়ে কোচের দায়িত্ব খালিদ জামিলের ওপর তুলে দিয়েছিলেন। কিন্তু মুম্বাইবাসী খালিদ দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন। ফলে খালিদকে নিয়েও স্বপ্ন ভঙ্গ হয়েছে মোহন কর্তাদের। তাই খালিদের পরিবর্তে নতুন কোচের ভাবনা বাগান শিবির জুড়ে। শুধু কোচ ই নন নতুন মরসুমে বিদেশি ফুটবলার কিংসলে, হেনরি, ডিপান্ডা ডিকা, সনি নর্ডি, ইউটা কেও ছেঁটে ফেলার পরিকল্পনা রয়েছে বাগান কর্তাদের। অনুশীলন বন্ধ থাকলেও বাগান কর্তারা আপাতত নতুন মরসুমে দল গড়ার কাজে হাত দিয়েছেন।