অ্যাওয়ে ম্যাচে হারের বদলা ঘরের মাঠে নিল মোহনবাগান। পাহাড়ের মাটিতে হারলেও শনিবার যুবভারতীতে গতবারের রানার্স নেরোকা এফ সির বিরুদ্ধে মোহনবাগান জয় পেল ১-০ গোলে।
প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচের শুরুতে সবুজমেরুন শিবিরের ফুটবলারদের দাপট থাকলেও ম্যাচ যত গড়িয়েছে নেরোকার দাপট তত বেড়েছে। ম্যাচের ৮ মিনিটের মধ্যে মোহনবাগান গোল করে এগিয়ে যেতে পারত। কিন্ত ডিকার সেন্টার থেকে ওমর হেড করতে ব্যর্থ হন। এরপরই দাপট দেখাযায় গত বারের রানার্স আপ। গোলরক্ষক শিল্টন পাল নিজেকে ছাপিয়ে না গেলে মোহনবাগান গোল হজম করতেই পারত।
সুভাষ সিং, কাতসুমিরা বেশ কয়েকবার বাগান ডিফেন্সকে নাড়িয়ে দিলেও শুধু মাত্র শিল্টন পালের জন্যই নেরোকা গোল পায়নি। দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়ে ৩ পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি ম্যাচের সেরার পুরস্কার পান শিল্টন।
প্রথমার্ধে সেভাবে দাপট না থাকলেও দ্বিতীয়ার্ধে সারা ম্যাচে দাপট ছিল মোহনবাগানের। শেষ পর্যন্ত ম্যাচের ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করেন সনি নর্ডি। শেষ দিকে হেনরি, নর্ডি ডিকারা গোলের সুযোগ নষ্ট না করলেও ব্যবধান বাড়তেই পারত। ডার্বি ম্যাচের আগে টানা দুটি ম্যাচে জয় পেয়ে খেতাব দৌড়ের লড়াইয়ে ফিরে এল বাগান ব্রিগেড।
১৩ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করায় বাগানে ফিরে এল স্বস্তির হাওয়া। ১২ ম্যাচ খেলে নেরোকা এফ সির সংগ্রহ ২১ পয়েন্ট। নেরোকার বিরুদ্ধে জয় পেলেও ওমারের চোট বেশ কিছুটা চিন্তায় রাখল মোহনবাগানের নতুন কোচ খালিদ জামিলকে।