বৃহস্পতিবার ‘বাগান’ ফাইনালের টিকিট কাটলেই, রবিবার ফের ডার্বি

সেমি ফাইনাল ম্যাচের প্রথমার্ধে দর্শকদের দুর্দান্ত ফুটবল উপহার না দিতে পারলেও ডুরান্ড ফাইনালে পৌঁছে গেল লাল হলুদ। প্রচুর সুযোগ নষ্টের পর টাইব্রেকারে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে ১৯ বছর পর ডুরান্ডের ফাইনালে পৌঁছাল লাল-হলুদ ব্রিগেডের দল। ২ গোলে পিছিয়ে পড়েও কামব্যাক করে ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গলসহ লাল-হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। যুবভারতীতে ফিরে এল জেতার আগুন।

jn6srjzvmvmyfi3i4kf7_11zon

ইস্টবেঙ্গলের এই সেমি ফাইনাল জিতে ফ্যানেদের মনে কাপ জয়ের আরও সম্ভাবনা বাড়িয়ে তুলল। এখন সবাই চাইছে ডুরান্ড ফইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির খেলা যেন হোক।

বৃহস্পতিবার, মানে আগামীকাল ডুরান্ডের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। সেই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড জিততে পারলেই আবার ডুরান্ড কাপের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান।

Katsumi-Kolkata-Derby-AIFF

প্রসঙ্গত, মঙ্গলবার ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্টের সেমি ফাইনালে প্রথম থেকে জোর দিয়ে খেলছিল না ইস্টবেঙ্গল। সেই সুযোগে ম্যাচের ২২ মিনিটে ফাল্গুনীর হেডে লেগে গোল করেন নর্থ ইস্টের মিগুয়েল। লিড নেয় হাইল্যান্ডাররা। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় নর্থ ইস্ট।

এবার ফাল্গুনি বহু প্রচেষ্টার পর দেখার মত একটা গোল করেন। ৭০ মিনিটের পর থেকে নর্থ ইস্টের দিকে ক্রমাগত আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। ৭৬ মিনিটে মহেশের শট দিক পরিবর্তন হয়ে জালে চলে যায়। এরপর নন্দকুমার বল হেডে জালে জড়িয়ে দিলেন।

নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নর্থইস্টের তৃতীয় শট বারে লাগে। ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলল ইস্টবেঙ্গলের দল।

এবার ডুরান্ড ফাইনাল ২০২৩-এ পুরো বাংলা অপেক্ষায় আছে বৃহস্পতিবারের। বাগানের জয় যদি আসে তাহলে ভরা মরুসুমে ইলিশ-চিংড়ির দ্বৈরথে ফের উত্তাল হবে বাংলার ফুটবলপ্রেমী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...