সুনীল ছেত্রীকে ছাড়াও জয়ের ধারা বইছে সবুজ-মেরুনের দলে, আইএসএল ম্যাচে দুর্দান্ত জয় মোহনবাগানের

জয়ের ধারা দারুন ভাবে ধরে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এগিয়ে চলেছে মোহনবাগানের দল। চলতি আইএসএল-এ পরপর দুই ম্যাচে জয় হয়েছে তাদের। বুধবার বেঙ্গালুরু এফসি দলকে ১-০ গোলে হারিয়ে দিল মোহনবাগান। ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় হল তাদের। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন হুগো বুমোস। 

এদিন যুবভারতীতে ম্যাচের শুরুর দিকে মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল গত বছরের বিজয়ী বেঙ্গালুরু। এশিয়ান গেমস খেলতে যাওয়ায় এই ম্যাচে ছিলেন না সুনীল ছেত্রী। তবে, অনিরুদ্ধ থাপা একটি গোললাইন সেভ করেন। ৬৭ মিনিটে হুগো বুমোস একমাত্র গোলটি করেন। তারপরেও আক্রমনের দিকে এগিয়ে থাকে মোহনবাগান। তার উপর ম্যাচের ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর সুরেশ সিংহ। বক্সের মাথায় দিমিত্রি পেত্রাতোসকে ফাউল করায় সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন নওরেম রোশন। শেষ ৫ মিনিট ৯ জনে খেলতে হয় বেঙ্গালুরুকে।  

IMG-20230928-WA0031 (1)

২৯ সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ম্যাচ রয়েছে। সেদিন প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং। এরপর ২ অক্টোবর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস। তাদের এখন একমাত্র লক্ষ্য হল এএফসি কাপের ম্যাচের দিকে। সেই ম্য়াচটাও হবে কলকাতায়।

তবে আপাতত আইএসএল ও এএফসি নিয়েই বেশ নিবদ্ধ মোহনবাগানের দল। জানা যায় যে এই বছর আইএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে সবুজ-মেরুনের দল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...