পেনাল্টি মিস করেও সিএফএল এর প্রথম জয় হাসিল মোহনবাগানের

মোহনবাগান – ২ (সালভা চামোরো, নংদাম্বা নাওরেম)

বিএসএস – ১ (উইলিয়াম ওপোকু)

ডার্বির আগে দলের মনোবল ফেরানোটা জরুরি ছিল মোহনবাগান এর নয়া স্প্যানিশ কোচ কিবু ভিকুনার। ডুরান্ড কাপ এর ফাইনালে গোকুলাম-এর কাছে হার, কলকাতা লিগে পারফর্মেন্স একেবারে তলানিতে। এহেন পরিস্থিতি মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে বিএসএস এর বিরুদ্ধে কাঙ্খিত জয় পেল সবুজ-মেরুণ দল।

শুরু থেকেই আক্রমণে উঠে এসেছিল মোহনবাগান-এর খেলোয়াড়রা। আর একেবারে শুরুতেই পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রান গোঞ্জালেজ। এরপর দুই দলের তরফ থেকেই আক্রমণ উঠছিল, কিন্তু তা আর গোলমুখী হতে পারেনি। শেষপর্যন্ত ৩১ মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় সবুজ-মেরুন তরী। বাঁদিক থেকে নংদাম্বা নাওরেম-এর ক্রসে হেড করে গোল করেন  স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো। কিন্তু ঠিক তার ২ মিনিট পরেই সমতায় ফেরে বেহালার ক্লাব বিএসএস, সৌজন্যে উইলিয়াম ওপোকু। প্রথমার্ধ অবধি দুই দলই সমতায় থেকে ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় মোহনবাগান। ডানদিক থেকে ব্রিটোর ক্রসে হেড করে সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল করলেন নাওরেম। এরপর যেন খেলা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। বিএসএস বারংবার চেষ্টা করলেও মোহনবাগান এর ডিফেন্ডাররা তৈরিই ছিল তাদের আটকানোর জন্য। শেষ পর্যন্ত কলকাতা লিগের এই মরশুমের প্রথম জয় পেল সবুজ-মেরুন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন নাওরেম।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...