৩১ বছরের নতুন সেনেগালের স্ট্রাইকারের সাথে চুক্তি করল মোহনবাগান। পাপা বাবাজার দিওয়ারাকে বাকি মরসুমের জন্য দলে নেওয়া হল বলে জানানো হয়েছে। যিনি পরিচিত বাবা দিওয়ারা নামে। সাল্ভা চামোরোকে ছেড়ে দেওয়ার ফলে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মাত্র ১৯ বছর বয়সে পর্তুগিজ ক্লাব মারটিমোতে সই করেন দিওয়ারা। এরপর ২০১২ সালে ৪ বছর ৬ মাসের জন্য এক চুক্তি করেন লা লিগার ক্লাব সেভিয়ার সাথে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলা দিয়ে তাঁর লা লিগা অভিযান শুরু হয়। এরপর লা লিগার লেভান্তে এবং গেটাফে ক্লাবে খেলতে দেখা যায় বাবাজারকে। ২০১৫ সালে তিনি আবার নিজের পুরনো ক্লাব মারটিমোতে ফিরে আসেন। পাঁচটি বর্ষে এই ক্লাবের হয়ে ৪৮ টি গোল করেন দিওয়ারা।
লা লিগা ছাড়াও এ লিগের অ্যাডিলেড ইউনাইটেডর হয়ে ২০টি ম্যাচ খেলেছেন বাবা। পাশাপাশি এই ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগেও খেলতে দেখা গেছে বাবাকে।
সাল্ভা চামোরোকে ছেড়ে দেওয়ার পরেই তাঁর জায়গায় একজন উপযুক্ত স্ট্রাইকার খুঁজছিল মোহনবাগান। কোচ কিবু ভিকুনা পাপা বাবাজার দিওয়ানাকে ক্লাবে আমন্ত্রন জানিয়েছেন। খুব শীঘ্রই মোহনবাগানের হয়ে মাঠে নামতে দেখা যাবে এই সেনেগালের স্ট্রাইকারকে।