নেরোকা এফ সি ম্যাচে ঘরের মাঠে জয় পেয়ে আইলিগ খেতাব দৌড়ে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। এবার প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। ২৭ জানুয়ারি যুবভারতীতে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি দুই প্রধান। নেরোকা ম্যাচের পর ইস্টবেঙ্গল ম্যাচ ২৭ জানুয়ারি। দীর্ঘ ১৫ দিন পর ফের মোহনবাগানের ম্যাচ। তাই রবি সোম দুদিন অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ খালিদ জামিল। মঙ্গলবার থেকে সবুজ-মেরুন কোচিংয়ের প্রথম পর্বে লড়াই করে ৩-২ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার সেই হারের বদলা নিতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাবটি। পাশাপাশি টানা তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে খেতাব দৌড়ে প্রবল ভাবে ফিরে আসতে মরিয়া খালিদের দল। নতুন কোচ খালিদের কোচিংয়ে টানা দুটি ম্যাচে জয় পেলেও স্বস্তি নেই মোহনবাগানের। আইলিগের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত বাগান শিবির। কখনও সনি নর্ডি , কখনও পিন্টু মাহাতো , কখনও আবার বাসুদেব সিং। এবার চোটের তালিকায় বিদেশি ফুটবলার ওমার। সব মিলিয়ে ডার্বি ম্যাচের আগে চোট সমস্যা নিয়ে চিন্তায় বাগান কান্ডারি খালিদ জামিল। তবে ডার্বি ম্যাচের আগে ১৫ দিন হাতে পাওয়ায় কিছুটা স্বস্তিতে খালিদ। বাগান কোচের আশা ডার্বির আগে চোট সমস্যা কাটিয়ে উঠতে পারবে ফুটবলাররা। ডার্বির আগে ১৫ দিন হাতে সময় পাওয়াটাকে কাজে লাগাতে চাইছেন বাগানের থিঙ্ক ট্যাংক। প্রথম দিকে তিনি নিজের কিছু পরিকল্পনা মাফিক কাজ করতে চান। আর শেষ কয়েক দিন ইস্টবেঙ্গল বধের ছক কষার ভাবনা মোহনবাগান কোচের। আসলে নেরোকার বিরুদ্ধে জয়টি বাগানে স্বস্তির হাওয়া এনে দিয়েছে। আর এই স্বস্তির হাওয়াই এখন নতুন করে অক্সিজেন যোগাচ্ছে গঙ্গাপাড়ের ক্লাবটিতে।