নেরোকা ম্যাচের পর ২ দিন বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার সকালে অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগান ফুটবলাররা। ২৭ জানুয়ারি যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। প্রথম ডার্বিতে হারলেও ফিরতি ডার্বিতে জয়ই লক্ষ বাগানের নতুন থিঙ্ক ট্যাংক খালিদ জামিলের। গত মরসুমে ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকা কোচ এবার পালতোলা নৌকার কান্ডারি। গত মরসুমে যা পারেননি এবার সেই ডার্বি জয়ই লক্ষ খালিদের। তাই ডার্বির প্রস্তুতিতে এতটুকু ফাক রাখতে নারাজ তিনি। নর্ডি, ডিপান্ডা, ডিকারা পুরোদমে অনুশীলন করলেও ডার্বির প্রস্তুতিতে মঙ্গলবার চোটের জন্য নামতে পারেনি মিডফিল্ডার ওমার। তবে স্বস্তির খবর তার চোট গুরুতর নয়। কয়েকদিনের মধ্যেই ডার্বির প্রস্তুতিতে ওামর নেমে পড়বেন বলে ধরণা বাগান কোচের। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্ৰহ করে আপাতত লিগ টেবিলে মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে। তাই ডার্বি ম্যাচে ৩ পয়েন্টই পাখির চোখ করছেন সবুজ মেরুণ কোচ। এখন দেখার শেষ দুটি ম্যাচের মতো ডার্বি ম্যাচেও বাজি মাত করে পালতোলা নৌকা খেতাব দৌড়ে তরতরিয়ে এগিয়ে যেতে পারে কিনা।