আজ কলিঙ্গ সুপার কাপের মহরণ! লাল-হলুদ নাকি সবুজ-মেরুণ, সেমির টিকিট কাটবে কে?

ফের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরশুমের তৃতীয় ও বছরের প্রথম কলকাতা ডার্বি খেলতে নামছে এই দুই দল। তবে কলকাতা বললেও ম্যাচটা মোটেই কলকাতায় হচ্ছে না। জানা গিয়েছে যে এবারের ডার্বি আয়োজিত করেছে ভুবনেশ্বর।

আর কিছু ঘন্টা পরেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপের মহরণ। কি হবে খেলায়? প্রতিযোগিতার সেমিফাইনালে যাবে কোন দল? পয়েন্ট টেবিলের শীর্ষে কে থাকছে বর্তমানে?  

জানা গিয়েছে যে এই ম্যাচে যে জিতবে তারাই যাবে সেমিফাইনালে। তাই আজকের ম্যাচটা সম্মানের থেকেও বেশী কে শেষ পর্যন্ত যেতে পারবে। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে।

দেখা যাচ্ছে যে বর্তমানে দুই দলেরই পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের বিচারে কিছুটা এগিয়ে শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। কারণ ড্র হলে সেমির টিকিট কাটবে তারাই।

অন্যদিকে, মোহনবাগান রয়েছে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে। দেখা যাচ্ছে দলের ৭ জন প্লেয়ার জাতীয় দলে রয়েছে এবং একজন চোট পেয়েছেন। ফলে, প্রথম সারির ৮ প্লেয়ার ছাড়াই মাঠে নামবে বাগান দল। তাই এবারের ম্যাচে পেত্রাতোস, সাদিকু, কামিন্সদের মত বিদেশীরাই ভরসা মোহনবাগানের।   

mbsg-ebfc-supercup-2024-s-1705558388

হাফ দলকে নিয়ে মাঠে নামলেও ম্যাচের আগে লড়াইয়ের হঙ্কার দিয়েছেন মোহনবাগানের অন্তর্বতীকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তিনি জানেন যে এই ধরনের ম্যাচে পূর্ণ শক্তির দল থাকাটা খুব দরকার। তবে যা নেই তা নিয়ে ভেবে কী লাভ। যারা আছে তাদের নিজেদেরই একশো শতংশ দিতে হবে। তা হলেই ম্যাচ জিতবে।  এছাড়া তিনি আরও জানিয়েছে যে এই ম্যাচ জিতলে শুধু সেমিফাইনালের টিকিট পাকা হওয়া নয়, এশিয়ার ফুটবলে খেলার সুযোগও মিলবে। তাই সবদিক মাথায় রেখেই নামবে বাগান দলের ছেলেরা।

তবে, মিরান্ডার কথা শুনে মোটেই চুপ করে থাকেননি ইস্টবেঙ্গলের দল। পাল্টা জবাব দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতও। তিনি জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচে তাঁরাও জেতার মানসীকতা নিয়েই নামবে।

সংবাদমাধ্যমে কুয়াদ্রাত জানিয়েছেন যে সব বিভাগে তাঁদের ঐক্যবদ্ধভাবে ফুটবল খেলতে হবে। জয়ের মনোভাব নিয়ে প্লেয়াররা মাঠে নামবে। ড্রয়ের কথা মাথায় রেখে মাঠে নামলে, হারার সম্ভাবনা থাকে। তাই তাঁরা জেতার কথা মাথায় রেখেই নামবেন। তবে যারা প্রথম গোল করবে, তাদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। বাগান দলে ম্যাচ উইনার বেশি। কারণ ক্লেইটন সিলভা ছাড়া তাঁর দলে যে ম্যাচ উইনার নেই তা মেনে নিচ্ছেন কুয়াদ্রাত। তাঁদের দলগত শক্তিতে জোর দিতে হবে। কুয়াদ্রাত আশা করছেন যে জিতেই মাঠ ছাড়বেন তাঁরা।  

প্রসঙ্গত, কলিঙ্গ সুপার কাপের সেমি ফাইনালে যেতে হলে আজকের ডার্বি জিততেই হবে বাগান দলকে। কারণ ২ ম্যাচে ৫ গোল করে ৩ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৪ গোল করে ২ গোল খেয়েছে মোহনবাগান দল।

দেখা যাচ্ছে গোল পার্থক্য একই হলেও গোল করার নিরিখে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। তাই জন্যই ডার্বি ড্র করলেই সেমির টিকিট কাটবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনবাগানের চাই পুরো পয়েন্ট তাহলেই জিতবে তাঁরা।

এবার সবটাই সময়ের ওপর নির্ভর করছে। আজ শেষ হাসি কে হাসবে সেটাই দেখার। 

যেহেতু এই ম্যাচটা  সমর্থকদের অধিকাংশই মাঠে বসে দেখতে পাবেন না। তাই তাঁদের ভরসা টিভি। তাই জেনে নিন কোথায় দেখতে পাবেন এই ম্যাচটি। এবার কলিঙ্গ সুপার কাপ সম্প্রচার হচ্ছে স্পোর্টস ১৮ চ্যানেলে। এছাড়া অনলাইনে দেখতে চাইলে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে দেখতে পাবেন।

আজকের ম্যাচটা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...