শণিবার শুরু হতে চলেছে আইলিগ দ্বিতীয় ডিভিশন

শনিবার থেকে শুরু হতে চলেছে আইলিগের দ্বিতীয় ডিভিশনের ট্যুর্নামেন্ট। শুক্রবার মহমেডান স্পোর্টিং ক্লাব তাবুতে এই নিয়ে একটি সাংবাবিক বৈঠক করেন ক্লাব কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেনক্লাব সচিব মহ: কামাল উদ্দিনকোচ রঘু নন্দীফুটবলার ফিলিপ আদজা প্রমুখরা।  বিগত বেশ কয়েক বছর ধরে আইলিগে সেরকম ভালো পারফরম্যান্স করতে পারছে না মহমেডান স্পোর্টিং ক্লাব গত বছর চ্যাম্পিয়ন বা রানার্স তো দুর হস্ততৃতীয় স্থান লাভ করতে পারে নি ময়দানের তৃতীয় প্রধান। তাই একেবারেই জুনিয়র টিম নিয়ে মাঠে নামতে চলেছে কোচ রঘু নন্দী

শনিবার কল্যাণী স্টেডিয়ামে অভিযান ম্যাচে মহমেডানের মুখোমুখি হতে চলেছে এটিকে। যদিও এটিকের পুরো টিমটাই রিজার্ভ বেঞ্চের ফুটবলার তথাপি টিমটাকে হালকাচালে নিতে পারছেনা না কোচ  রঘু। চলতি মরসুমে মহামেডানের টিমটা একেবারেই জুনিয়র টিম হলেও এবারে যথেষ্ট আশাবাদী কোচ সহ সমস্ত ক্লাব কর্তারা। কারন ২০১৮ র মরসুমে এই টিম নিয়েই টি টুর্নামেন্টে খেলেছে সাদা-কালো শিবির তার মধ্যে ৩টিতে চ্যাম্পিয়ন হয়েছে। সিকিম গভর্নরস গোল্ড কাপে রানার্স হলেও বরদলুই কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান। তাই লড়াই কঠিন হলেও আশার আলো দেখছে কোচ নিজে। প্রথম দিন মাঠে নামছেন ১ জন বিদেশি। তিন জন বিদেশির বেশি দলে নেওয়া যাবে না। তাই আপাতত ২ জন বিদেশিকে নিয়েই কাজ চালাবে সাদা কালো শিবির। এখন দেখার চলতি মরসুমে লিগ খেতাবের অধরা কাটিয়ে নিজের ফর্মে ফিরতে পারে কিনা টিম রঘু নন্দী

Read Also :  ডাস্ট অ্যালার্জি থেকে বাঁচার উপায়

এটা শেয়ার করতে পারো

...

Loading...