তিন পয়েন্টই লক্ষ রঘু নন্দীর

আইলিগের দ্বিতীয় ডিভিশনের অভিযান ম্যাচে এটিকের কাছে মহামেডানকে হারতে হয় ২-০ গোলে সাদা কালো শিবিরের এরপরের ম্যাচ রেনবো এফ সির বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসাত স্টেডিয়ামে রেনবো এফ সির মুখোমুখি হতে চলেছে মহমেডান। সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে  পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া কোচ রঘু নন্দী বিগত কয়েকবছর ধরে মহামেডানের আই লিগের পারফর্ম্যান্স একেবারে তলানিতে এসে ঠেকেছে। গত মরসুমে আইলিগে চ্যাম্পিয়ন বা রানার্স তো দুরের কথা এমনকি তৃতীয় স্থান অধিকার করতে পারেনি ময়দানের তৃতীয় প্রধান তাই এবছর টিমের ওপর ভরসা করেই অনুশীলন শুরু করেন কোচ রঘু নন্দী কিন্তু প্রথম ম্যাচে কোনো ভাবেই ছন্দে ফিরতে পারে নি কোচ রঘু নন্দীর  টিম। তাই দ্বিতীয় ম্যাচকেই টার্গেট করছেন তিনি। রেনবো এফ সি কলকাতা ময়দানে বেশ সারা জাগানো একটি দল।  অন্যদিকে মহমেডান দলে রয়েছে আদজার মতো স্ট্রাইকার কিন্তু গত ম্যাচে আদজা গোল করতে ব্যর্থ হয় এটিকের বিরুদ্ধে। উপরন্তু ডিফেন্স স্ট্রং না থাকায় টো গোল হজম করতে হয় মহামেডানকে। তাই রেনবোৰ বিরুদ্ধে মাঠে নামার আগে ডিফেন্সকে শক্তিশালী করতে মহমেডান কর্তারা তড়িঘড়ি সই করালেন মোজেসকে। দুই প্রধানের বিরুদ্ধে আদজার রেকর্ড গোল রয়েছে। তাই নতুন ডিফেন্ডার এবং আদজার মতো স্ট্রাইকার কে নিয়ে আশার আলো দেখছেন মহমেডান কোচ রঘু নন্দী দেখাই  যাক আই লিগের দ্বিতীয় ডিভিশনের দ্বিতীয় ম্যাচে সাদা কালো টিম নিজেদের ফর্মে ফিরে আসতে পারে কিনা

এটা শেয়ার করতে পারো

...

Loading...