'ব্যর্থতার মাধ্যমেই সাফল্য আসে'। বোর্ডের পরীক্ষার আগে এই বার্তা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের উদ্বুদ্ধ করলেন। আজ দিল্লিতে আসন্ন পরীক্ষায় পড়ুয়ারা নিজেদের কীভাবে সাফল্যমন্ডিত করে তুলবে সেই বিষয়ে টিপস দেবার জন্য 'পরীক্ষা পে চর্চা' নাম একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০০ জন ছাত্র-ছাত্রী জড়ো হয়েছিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে। পরীক্ষার আগে তারা সরাসরি কথা বলে নিল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। বিভিন্ন ছাত্রের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী।
Interesting discussions on stress free exams, life after exams and more awaits.
— PMO India (@PMOIndia) 20 janvier 2020
You will surely enjoy #ParikshaPeCharcha2020. pic.twitter.com/HLAeBzDekM
সোমবার এই অভিনব অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, 'মোটিভেশন এবং ডিমোটিভেশন' খুবই স্বাভাবিক বিষয়। এই অনুভূতির মধ্যে দিয়ে সকলেই যায়। তিনি আজ চন্দ্রযান-২ এর উৎক্ষেপণের দিনের উল্লেখ করেন। সেদিন অনেকেই তাঁকে ইসরোর দফতরে যেতে নিষেধ করেছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, যদি তা সফল না হয়, তখন মোদী কী করবেন? তাঁর উত্তর ছিল, সেই কারণেই তিনি যাবেন। সেদিন কী ঘটেছিল তা সকলেই জানেন।
'একাগ্রতা'র বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, অনিল কুম্বলে ২০০১ সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্টে চোট থাকা সত্ত্বেও খেলেছিলেন। গোটা ভারতীয় দল ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ যথেষ্ট ভালো খেলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। কুম্বলের এই যে মানসিকতা, এটাই ইতিবাচক ভাবনার শক্তি। নমো আজকে জানান, ভালো নম্বর পাওয়াটাই সব নয়, পড়াশুনার পাশাপাশি খেলাধুলো এবং অন্যান্য কাজকর্মেও যুক্ত থাকতে হবে। কো-কারিকুলার অ্যাক্টিভিটি না থাকলে মানুষ জীবনে একঘেয়ে হয়ে যায়। এর জন্য টাইম ম্যানেজমেন্ট করতে হবে।
উল্লেখ্য, মোদী সরকারের আমলে এই উদ্যোগ এই নিয়ে তৃতীয়বার নেওয়া হল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের যুগ্ম সম্পাদক আর সি মিনা জানিয়েছেন, ২০০০ পড়ুয়ার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ৫০ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ওপর। ৯, ১০, ১১ এবং ১২ ক্লাসের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন।
PM @narendramodi is now answering questions on more practical aspects relating to exams, such as the need for resting well.
— PMO India (@PMOIndia) 20 janvier 2020
Students ask him- do we study till late at night or wake up early and study.
Know what PM @narendramodi has to say...#ParikshaPeCharcha2020 pic.twitter.com/zUkqNgWNY3
Delhi: Prime Minister Narendra Modi at an exhibition ahead of his interaction with school students during 'Pariksha Pe Charcha 2020' . pic.twitter.com/25epTcjfAi
— ANI (@ANI) 20 janvier 2020