আগামী ১৪ই জুলাই রথ | জগন্নাথ ,বলরাম ও সুভদ্রার এবারের রথযাত্রায় কিছু বদল আনতে চলেছে শিলিগুড়ি ইস্কনকতৃপক্ষ| এবারের রথযাত্রায় কাঠের তৈরী চিরাচরিত রথে নয় এসইউভি গাড়িতে সওয়ার হবেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা| এমনই সিদ্ধান্ত নিয়েছেন শিলিগুড়ি ইস্কনমন্দির কতৃপক্ষ| শহরকে যানজট মুক্ত রাখতেই এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে| এই সিদ্ধান্ত কে স্বাগত জানান হয়েছে| শিলিগুড়ি শহর প্রথমে জগন্নাথ,বলরাম ও সুভদ্রা রথে পরিক্রমা করলেও তারপরে মাসির বাড়ি যাত্রা করবেন এসইউভি গাড়িতে| শিলিগুড়ি উত্তরবঙ্গের একটি বৃহত্তম শহর| সেখানে নিত্য যানজটের ভোগান্তির শেষ নেই| তাই মানুষের সুবিধার্থে ইস্কনমন্দিরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে| এই উদ্যোগ সাধারণ মানুষ তথা পুলিশ প্রশাসন সকলেরই কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে| আগামী ১৪ তারিখ রথযাত্রা,সুসজ্জিত রথে মাসির বাড়ির পথে যাত্রায় এবার যোগ হলো নতুনত্ব|