এবার নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে আধুনিক সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চলবে, মিলল ছাড়পত্র

এবার নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে থাকবে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা। জানা গিয়েছে যে বৈদ্যুতিক ইন্টারলকিং-নির্ভর সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলেছে। গত সোমবার মেট্রো ভবনে উত্তর-পূর্ব সীমান্ত সার্কেলের পক্ষ থেকে পাঠানো সেই ছাড়পত্রটি এসে পৌঁছেছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে নিউ গড়িয়া ও রুবির মধ্যে ৫.৪ কিলোমিটার মেট্রোপথে একটি ট্রেনের পরিষেবা শুরু করার জন্য সমস্ত শর্ত অনুযায়ী ছাড়পত্র পাওয়া গিয়েছিল। কিন্তু এরপর সেই রুটের সার্বিক পরিকাঠামো দেখে পরবর্তীকালে বৈদ্যুতিক ইন্টারলকিং-নির্ভর সিগন্যালিং ব্যবস্থা তৈরির উপরে বেশি জোর দেওয়া শুরু হয়।

এরপর গত এক বছর ধরে মেট্রো চালু করার প্রস্তুতি হিসেবে সেই পথ ধরে একাধিক বার ট্রেন চালানো হয়েছে। এবার তার ফলাফল খতিয়ে দেখার পর অনুমতি মিলেছে বলেই জানা গিয়েছে।

1704250610_ganges-metro

জানা গিয়েছে যে এই নতুন সিগন্যালিং ব্যবস্থা চালু হলে আর আগের মতো একটি লাইনে একটি ট্রেন চলবে। এটা হবে না। তার বদলে কম সময়ের ব্যবধানে একাধিক ট্রেন চালানো সম্ভব হবে, অর্থাৎ ১০ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো রেল।

এইদিন ইস্ট- ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়াময়দান-এসপ্লানেড স্টেশন পর্যন্ত বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করার কথা ছিল রেলওয়ে সেফটি কমিশনারের। কিন্তু কাজের চাপে সেই পরিদর্শন আর করে ওঠা হয়েনি সেইদিন। ফলে, পরবর্তীকালে সেটা হবে, কিন্তু এখনও নিশ্চিত তারিখ ঠিক হয়েনি।

এছাড়া জানা গিয়েছে যে আগামী ২২ জানুয়ারি তারাতলা-মাঝেরহাট মেট্রো চলাচলের পথে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখা হতে পারে। ওই সময়েই ইস্ট-ওয়েস্টের পরিদর্শনও হতে পারে বলে মনে করা হচ্ছে।     

এটা শেয়ার করতে পারো

...

Loading...