চুঁচুড়ায় নিয়ে আসা হল আধুনিক ব্লাড সেপারেটর ইউনিট| এ শহরের ইমামবাড়া সদর হাসপাতালে চালু করা হল এই আধুনিক ব্লাড সেপারেটর ইউনিটটি। বিপদকালীন পরিস্থিতিতে রক্ত সরবরাহ সুনিশ্চিত করার জন্য এই ব্লাড ব্যাঙ্ক এবং সেপারেটর ইউনিটটি বিশেষ ভূমিকা রাখতে চলেছে চুঁচুড়া শহরে। শুক্রবার ২২.২.১৯ তারিখে তারকেশ্বর বালিগুড়ি থেকে রিমোট কন্ট্রোলার –এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লাড সেপারেটর ইউনিটটি উদ্বোধন করেন।
শ্রীরামপুর এবং আরামবাগে দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল সহ চন্দননগর এবং চুঁচুড়া হাসপাতালে ইতিমধ্যেই ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এসব হাসপাতালে কোথাও ব্লাড সেপারেটর নেই। তাই প্রয়োজনের সময় কলকাতায় আসতে হত। প্রয়োজনীয় রক্ত মিলত না দরকারে। রাজ্যসরকার চুঁচুড়ায় এই সুবিধা চালু করার ফলে উপকৃত হবেন জেলার চার মহকুমার স্থানীয়রা।
চুঁচুড়ায় চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই সরকারি উদ্যেগে ব্লাড সেপারেটর বা রক্তের পৃথকীকরণ ব্যবস্থা চেয়েছিলেন। যাতে করে বিপদকালীন বা জরুরি পরিস্থিতিতে রক্তের সরবরাহে কোনরকম অসুবিধা না হয়। জানা যায়, ৭০লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক ব্লাড সেপারেটর ইউনিটটি স্থাপন করা হল ইমামবাড়ার সদর হাসপাতালে। এর সাথে যুক্ত করা হয়েছে চুঁচুড়া হাসপাতালের পুরাতন ব্লাড ব্যাঙ্ক ইউনিট। এর ফলে রক্তের জন্য প্রয়োজনের সময় ছুটতে হবেনা আর।