গড়িয়াহাট এর চেনা পরিচিত চেহারায় যাদের ভূমিকা সব থেকে বেশি তারা হলেন ফুটপাতের হকার দল। সোমবারের ভয়াবহ অগ্নিকান্ডে এখন তারা দিশেহারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে বিনামূল্যে ভ্রাম্যমান স্টলের উদ্যোগ নিল রাজ্য। দুর্ঘটনায় আশাহতদের পাশে থাকবার কথা দৃঢ়ভাবে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম। এই অবস্থান-এ সম্মতি জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
বিনামূল্যে ভ্রাম্যমান স্টল পাওয়ার জন্য মেনে চলতে হবে দুটি শর্ত। কোনভাবে প্লাস্টিকে মুড়ে ব্যবসা করা যাবে না দোকান গুলোয় এবং দিনের আলোয় ব্যবসা শেষ করে তুলে নিতে হবে ভ্রাম্যমান গাড়িটি। উল্লেখ্য, সোমবারের অগ্নিকান্ডে গড়িয়াহাটের প্রায় ৫০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। মেয়র ফিরাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত হকারদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে। বিশেষ ডিজাইন করা চাকার ভ্রাম্যমান গাড়িগুলো বিনামূল্যে পেতে দুটি শর্ত পালন করা আবশ্যক বলে নিশ্চিত করেন মেয়র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফুটপাথ থেকে হকারদের তুলে দেওয়ার পক্ষে নন বলে জানান সুজিত বসু। তবে ফুটপাথ জুড়ে প্লাস্টিক মুড়ে স্টলে ব্যবসা করা যাবে না বলে জানান তিনি। গত সোমবার পলিথিনে তৈরী স্টলের আধিক্যই ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে বলে জানান দমকল মন্ত্রী। গড়িয়া হাটের ঘটনার প্রেক্ষিতে মার্চ থেকে শহরের অন্য সব বাজার ও ভবনগুলিতে ফায়ার অডিট চালাবে বলে জানান সুজিত। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলোর ফুটপাথে যারা ব্যবসা করেন তাদের জন্য এবং বিশেষ করে গড়িয়াহাটের হকারদের জন্য ভ্রাম্যমান গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।