ভোট ক্যাম্পাসে মোবাইল নিষিদ্ধ

এখন সকলের কাছেই রয়েছে স্মার্ট ফোন। যার মাধ্যমে শুধু কথা বলাই নয়, রয়েছে বিভিন্ন রকম ছবি তোলার অপশন-ও। এবারে সে না হয় হল। আমরা যে কেউ এখন দুর্দান্ত ফটোগ্রাফার হয়ে উঠেছি। হাঁটতে- চলতে, কথা বলতে বলতে, খেতে খেতে, কাঁদতে কাঁদতে, ঝগড়া করতে করতে যে কোনও সময় আমরা ছবি তুলতে, বলা ভালো সেলফি তুলতে একেবারে সিদ্ধহস্ত হয়ে উঠেছি। তো এই ছবি তোলা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীনও হই। পাশাপাশি আমাদের এই অতি শৈল্পিক কারনে যদি প্রশাসনিক কোনো কাজে সমস্যার সৃষ্টি হয়, তাহলে তা একেবারেই মেনে নেওয়া যায়না। এবারে আসল কথায় আসি। ভোটের লাইনে দাঁড়িয়ে সেলফি তোলা এমনকি, ব্যালটে কোন প্রতীকে চাপ দেওয়া হল, সেই ছবিও তুলে ফেলছি আমরা। এতটুকু ভেবে দেখছিনা,  এই কাজটা কতটা বিপাকে ফেলতে পারে প্রশাসনকে।

যদিও বুথে ভোটারদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ তবু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা নিজেদের উচ্ছাসকেই গুরুত্ব দিচ্ছি বেশি। এই ব্যাপারের কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দফতর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভোটের লাইন থেকে বুথের ভেতরে ভোটারদের মোবাইল ফোন কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কেউ মোবাইলে ছবি তুললে এবং সেটা নির্বাচন দফতরের নজরে এলে সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দফতর। এ ব্যাপারে তারা ভোটারদের সচেতন করতে প্রচার শুরু করে দেবে। দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক জানান, বুথের ভেতর কেবলমাত্র ভোটকর্মীরাই মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কোনও ভোটার ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ক্যাম্পাসে কেউ মোবাইলে ছবি তুললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এনিয়ে সকলকে সচেতন করা হবে। রাজনৈতিক দলের কর্মী থেকে সাধারণ ভোটার সকলেই যেন ছবি তোলা থেকে বিরত থাকেন,  এবিষয়ে আবেদন করা হবে। ভিডিওগ্রাফির মাধ্যমে প্রশাসনের তরফে নজর থাকবে প্রতিটি বুথে। বিভিন্ন দলের পক্ষ থেকে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

   জেলা প্রশাসনের বক্তব্য, গত নির্বাচনগুলিতেও ভোটগ্রহণ কেন্দ্রে ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই ভোটকর্মীদের নজর এড়িয়ে ভোটদানের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। ভোটে লাইনে দাঁড়িয়ে কেউ যদি মোবাইলে ছবি তোলেন এবং সেটি প্রশাসনের নজরে আসে, তাহলে তৎক্ষণাৎ সেই ফোনটি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। পরবর্তীতে প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...