অফিসে সারাদিন পরিশ্রমের পর অনেকেরই মনে হয় যদি মুঠিবদ্ধ স্মার্টফোনটির মতো নিজেকেও একবার চার্জ দিয়ে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো| কিন্তু মানুষকে চার্জ দেওয়ার যন্ত্র আজও উপলব্ধ নেই কোথাও| কিন্তু সম্প্রতি আমাদের সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য| জানা গেছে, আবিষ্কৃত হয়েছে এমন এক জুতো যার দ্বারা শুধু মোবাইলই নয় চার্জ দেওয়া যাবে নিজেকেও| কিভাবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক...
আজ থেকে পাঁচ বছর আগে ফোন চার্জ দেওয়া এবং একইসাথে নিজের ফিটনেস ধরে রাখার এক অভিনব পন্থা বাতলেছিল দুই কিশোর| দিল্লির বাসিন্দা মোহাক মোল্লা এবং আনন্দ গঙ্গাধারণ নামক দুই কিশোর পদার্থবিদ্যার কিছু থিওরি কাজে লাগিয়ে আবিষ্কার করে ফেলেছে এক অভিনব জুতো| দুজনের বয়সই কুড়ির কোঠায়|দশম শ্রেণীতে পড়ার সময়েই তারা ঠিক করে বিজ্ঞানের হাত ধরে নতুন কিছু আবিষ্কার করবে তারা| যেমন ভাবা তেমন কাজ| দীর্ঘ গবেষণা এবং দীর্ঘ অধ্যাবসায়ের পর অবশেষে এই দুই ছাত্র আবিষ্কার করে এমন একটি জুতো যার পোশাকি নাম ‘ওয়াকি মোবি চার্জার’| এটি এমন একটি যন্ত্র যা হাঁটার সময়ে তৈরী হওয়া গতিশক্তিকে রুপান্তরিত করবে বিদ্যুৎশক্তিতে| সেই শক্তি দিয়েই চার্জ দেওয়া যাবে মোবাইল ফোন| জানা গেছে, এই বিশেষ যন্ত্রটি লাগানো থাকবে জুতোয়| তার সঙ্গে বৈদ্যুতিন তার দিয়ে চার্জার সংযুক্ত থাকবে মোবাইলে| তাদের দাবি, সাধারণ বৈদ্যুতিন চার্জারে যে গতিতে মোবাইল চার্জ হয় তার থেকে ২০ শতাংশ বেশি গতিতে চার্জ হবে এই প্রযুক্তির হাত ধরে|
মোহক এখন দিল্লির ভারতী বিদ্যাপীঠ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ তার পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আনন্দ পড়ছেন চেন্নাই-এর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে| দুইজনেই পড়ার ফাঁকে এখনো তাদের আবিষ্কারের কাজ করে চলেছেন| এই যন্ত্র আজও বাজারে উপলব্ধ নয়| তাই এই যন্ত্রকে আরো আপগ্রেড করার আপ্রাণ চেষ্টা করছে এই দুই ছাত্র| তার সাথে এই জুতোর দাম যাতে সকলের নাগালের মধ্যেই থাকে তাও দেখছে এই দুই খুদে বিজ্ঞানী|