কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় গুজব উঠেছিল তিনি গুরুতর অসুস্থ। তবে সম্প্রতি সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ‘দ্য তাসখন্দ ফাইলস’–এ রাজনৈতিক গুরুর ভূমিকায় অভিনয়ে ফিরতে চলেছেন মিঠুন চক্রবর্তী।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার এবং ২৫ মার্চ মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে মিঠুন চক্রবর্তীকে একেবারে অন্যরকম লাগছে। এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে শ্যাম সুন্দর ত্রিপাঠি নামে এক রাজনৈতিক গুরুর ভূমিকায়। যাঁর জীবনের উদ্দেশ্য হল জয়। নাসিরুদ্দিন শাহ, শ্বেতা বসু, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক, পল্লবী যোশি, মন্দিরা বেদি এবং অঙ্কুর রাঠির মতো অভিনেতারা ‘দ্য তাসখন্দ ফাইলস’–এ রয়েছেন। এই ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকেই এই ছবিতে তুলে ধরেছেন। যিনি রাশিয়াতে মারা গিয়েছিলেন। ১২ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য তাসখন্দ ফাইলস’।
প্রসঙ্গত, শাস্ত্রীর মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দার দ্বারস্থ হয়ে ময়নাতদন্তের দাবি জানান তাঁর পরিবারের লোকেরা। কিন্তু, অজ্ঞাত কারণে সেই দাবি নাকচ করে দেন গুলজারিলাল। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা। তাঁর মৃত্যুর আগে শাস্ত্রীকে বিষ দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি। গ্রেপ্তার করা হয় শাস্ত্রীর রুশ খানসামা আহমেদ সাতারভকে। এমনকী তাঁর দেহ দেশে ফিরলে দেখা যায় নীল হয়ে গিয়েছে শাস্ত্রীর সর্বাঙ্গ। এরপর রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মারা যান শাস্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর দুই ছেলেও। এছাড়া, শাস্ত্রীর মৃত্যুর অন্যতম সন্দেহভাজন জান মহম্মদকে রাষ্ট্রপতি ভবনে কাজে নিয়োগ করা হয়। সব মিলিয়ে আজও রহস্যে মোড়া লালবাহাদুর শাস্ত্রী মৃত্যু।