টি-২০ তে রেকর্ড মিথালি রাজের

ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড মহিলা দলের অধিনায়ক  মিথালি রাজের।  সম্প্রতি এশিয়া কাপের লিগ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে  এই রেকর্ড করেছেন তিনি।  প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ২ হাজার রান করার নজির গড়েছেন এই ৩৫ বছরের ক্রিকেটার। তার সংগ্রহে এখন ২০১৫ রান। আন্তর্জাতিক তালিকায় মহিলা বিভাগে ৭ নম্বর স্থানে আছেন তিনি। ২ হাজার ৬০৫ রান করে তালিকার শীর্ষে আছে  ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক চার্লট এডওয়ার্ড,  ২ হাজার ৫৮২ রান করে তার পরেই আছে ওয়েস্ট ইন্ডিসের অধিনায়ক স্টিফ্যানি টেলার আর ২ হাজার ৫১৫ রান করে তৃতীয় স্থানে আছে  নিউজিল্যান্ডের সুজি ব্যাটস।  অন্যদিকে যদি ভারতীয় পুরুষ দলের সাথে তুলনা করা হয় তাহলে মিথালি রাজের পরেই ১৯৮৩ রান করে দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি, ১৮৫২ রান করে তৃতীয় স্থানে আছে রোহিত শর্মা ও ১৪৯৯ রান করে তার পরেই আছে সুরেশ রায়না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...