আজকের দিনে ভারতীয় মহিলা ক্রিকেট যতটা খ্যাতি পেয়েছে তার সিংহভাগ কৃতিত্ব যাওয়া উচিত একজনেরই উপর। তার নাম মিতালি রাজ। টেস্ট থেকে শুরু করে টি২০, বিশ্বের সকল জায়গায় নিজের ব্যাটিং এর ক্ষমতা দেখিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। আর এই মঙ্গলবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
২০০৬ সালে ভারতের প্রথম টি২০ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন মিতালি। ২০১২, ২০১৪ ও ২০১৬ এর টি২০ মহিলা বিশ্বকাপেও অধিনায়কত্ব করেছিলেন তিনি। আন্তর্জাতিক টি২০তে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন মিতালি, ৮৯টি ম্যাচে মোট ২৩৬৪ রান করেছেন তিনি। যা মার্টিন গাপ্টিল (২২৮৩), ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০) মত তাবড় তাবড় ব্যাটসম্যানরাও করে দেখাতে পারে নি। যদিও মহিলাদের আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান রয়েছে নিউজিল্যান্ড-এর সারা বেটস (৩১০০)-এর।
তিনি নিজের শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন গুয়াহাটিতে ইংল্যান্ড-এর বিরুদ্ধে। যেখানে তিনি ৩২ বলে অপরাজিত ৩০ রান করেছিলেন।
নিজের অবসর সম্বন্ধে মিতালি বলেন, "২০০৬ সাল থেকে ভারতকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রতিনিধিত্ব করার পর, আমি আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম যাতে আমি আগামী ২০২১ এর একদিনের বিশ্বকাপ ক্রিকেটে নিজেকে তৈরি রাখতে পারি।"
পাশাপাশি ভারতীয় বোর্ডকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। "আমি বিসিসিআই-কে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার জন্য এবং শুভেচ্ছা জানাই ভারতীয় টি২০ দলকে যারা এই মুহুর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত হচ্ছে।"