সদ্যই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি, কিন্তু ‘ওয়ান ডে’ অর্থাৎ একদিবসীয় ক্রিকেটে এখনও দাপিয়ে খেলে যাচ্ছেন মিতালি রাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তার ব্যাটিং-এর স্ফুর্তি দেখতে পাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। আর এরকম সময়েই এক বিশেষ কীর্তির অধিকারী হলেন ভারতের প্রাক্তন এই অধিনায়িকা।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে খেলতে নেমে মিতালি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ২০ বছর পূর্ণ করলেন। তিনিই প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ২০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন (২০ বছর ১০৫ দিন)। আর সবমিলিয়ে এখনও পর্যন্ত সবথেকে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শচীন তেন্ডুলকর (২২ বছর ৯১ দিন), সনথ জয়সূর্য (২১ বছর ১৮৪ দিন) এবং জাভেদ মিয়াদাঁদ (২০ বছর ২৭২ দিন)।
ডানহাতি এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত মোট ২০৪টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন, যা মহিলা ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি। তার পরেই রয়েছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১৯১), ঝুলন গোস্বামী (১৭৮) এবং অ্যালেক্স ব্ল্যাকওয়েল (১৪৪)। বুধবার সিরিজের প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে।